Arun Bali

‘থ্রি ইডিয়টস’ খ্যাত প্রবীণ অভিনেতা অরুণ বালি প্রয়াত

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। তাঁর বয়স হয়েছিল ৭৯।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ০৯:৩৪
প্রয়াত অভিনেতা অরুণ বালি

প্রয়াত অভিনেতা অরুণ বালি ছবি: সংগৃহীত।

প্রয়াত প্রবীণ অভিনেতা অরুণ বালি। বয়স হয়েছিল ৭৯ বছর। ‘থ্রি ইডিয়টস’-সহ বহু হিন্দি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। আক্রান্ত হয়েছিলেন স্নায়ুজনিত বিরল রোগে। শুক্রবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’— এমন বহু ছবিতে তাঁকে দেখেছেন দর্শক। যে কোনও ভূমিকাতেই তাঁর সাবলীল অভিনয় পরিচালকদের ছিল পছন্দের। চলতি বছরের প্রথমের দিক থেকে শরীর ভাল যাচ্ছিল না। জানুয়ারি মাস নাগাদ এক বার হাসপাতালে ভর্তিও করাতে হয়েছিল তাঁকে।

Advertisement

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসাবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন