Janhvi Kapoor

ব্যাট হাতে নেটে জাহ্নবী! অভিনেত্রীর হঠাৎ ক্রিকেট খেলায় মন কেন?

ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা। হঠাৎ ক্রিকেট অনুশীলনে কেন নামলেন জাহ্নবী? আবার কোনও ক্রিকেটারের জীবনচিত্র তৈরি হবে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ২০:৩৫
একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা।

একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা। —ফাইল চিত্র

সাদা জামা, গোলাপি হাতা সঙ্গে ছাই রঙের শর্টস পরে নেটে জাহ্নবী কপূর। হেলমেট না থাকলেও পায়ে প্যাড রয়েছে। ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা। হঠাৎ ক্রিকেট অনুশীলনে কেন নামলেন জাহ্নবী? আবার কোনও ক্রিকেটারের জীবনচিত্র তৈরি হবে?

জীবনচিত্র না হলেও ক্রিকেট নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে বলিউডে। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যে ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। এর আগে ‘রুহি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। মহেন্দ্র এবং মহিমা নামে দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁদের। জাহ্নবী যদিও এই প্রথম ক্রিকেট খেলছেন এমন নয়। এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

শরণ শর্মা নির্দেশনা দেবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর আগে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর। শুক্রবার মুক্তি পাবে ছবিটি।

Advertisement
আরও পড়ুন