Salman Khan

‘এই ভাবনা মাথায় ঘোরাফেরা করে’, হুমকির আবহে দুবাইয়ে সলমন, কী নিয়ে চিন্তিত অভিনেতা?

লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে হুমকি জারি এখনও। এর মধ্যেই তিনি উড়ে গিয়েছেন দুবাইয়ে। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সলমনের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, মনীষ পালেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:৪৭
সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান।

সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান। —ফাইল চিত্র।

‘বিগবস্’-এর সঞ্চালনা তাঁকে ছাড়া হয় না। তবে এই সপ্তাহান্তে থাকছেন না সলমন খান। তাঁর বদলে দেখা যাবে ফারহা খানকে। সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান। একের পর এক হুমকি আসছে লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। এরই মধ্যে তিনি উড়ে গিয়েছেন দুবাইয়ে। ডিসেম্বরেই হচ্ছে সলমনের ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’। অনুষ্ঠানে থাকে ভাইজানের নাচও। তবে মঞ্চে অনুষ্ঠানে নাচার আগে নাকি বেশ কিছু বিষয়ে সতর্ক থাকেন তিনি।

Advertisement

সলমন নিজেই বলেছেন, “আমি মঞ্চে ওঠার আগে দেখে নিই পোশাক ঠিক আছে কি না। পোশাকের চেনও ঠিকঠাক আছে কি না যাচাই করে নিই।” হাসতে হাসতে ভাইজান আরও বলেন, “আমি প্রার্থনা করতে থাকি, নাচের কোনও অংশ যেন ভুল না করে ফেলি। যদি ভুলেও যাই, দর্শক যেন বুঝতে না পারেন আমি ভুল করেছি। অনুষ্ঠানের আগে এই ভাবনাই মাথায় ঘোরাফেরা করে।”

মুম্বই থেকে দুবাই যাওয়ার সময় সলমনের সঙ্গে দেখা গিয়েছিল বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সলমনের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, মনীষ পালেরা।

দু’দিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন। তার পরেই সটান পৌঁছে গিয়েছিলেন মুম্বই বিমানবন্দরে। তার আগেই বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকার জ়োন-৫-এ সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাঁকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।

Advertisement
আরও পড়ুন