Ushasie Chakraborty

Ushasie Chakraborty Interview: ‘জুন আন্টি’র পরেও ছবি-ওটিটির ডাক তেমন এল না, সত্যিই আহত হয়েছি: ঊষসী

‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘জুন আন্টি’ হয়ে তুমুল জনপ্রিয়। তার পরে বেশ কিছু দিন ছোট পর্দা থেকে দূরে ঊষসী চক্রবর্তী। কেন?

Advertisement
উৎসা হাজরা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৮:৩১
‘জুুন আন্টি’র চরিত্রে ঊষসী

‘জুুন আন্টি’র চরিত্রে ঊষসী

ছ’মাস হয়ে গেল পর্দা থেকে বিদায় নিয়েছেন ‘জুন আন্টি’। তবু এখনও দর্শক মনে ভীষণ ভাবে টাটকা তাঁর সংলাপ, মুখভঙ্গি থেকে আচরণ। এত জনপ্রিয় এক চরিত্র করার পরেও পর্দায় এত কম দেখা যায় কেন? ‘শ্রীময়ী’র পরে কী ভাবে দিন কাটছে ঊষসী চক্রবর্তীর? আনন্দবাজার অনলাইনের অকপট অভিনেত্রী।

প্রশ্ন: অম্বরীশ, সোহিনীদের সঙ্গে আড্ডার ছবি দিয়েছেন। এমন আড্ডা কি মাঝেমাঝেই জমে?

Advertisement

ঊষসী: না, সেই সুযোগ হয় না। ওরা একসঙ্গে ধারাবাহিকে কাজ করে, ওদের হয়তো হয়। আমার সঙ্গে এই আড্ডাটা অনেক দিন পরে। সল্টলেকে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা উপলক্ষে দেখা হল। বেশ গল্প করলাম।

প্রশ্ন: ‘জুন আন্টি’র এই জনপ্রিয়তার পর এখন ধারাবাহিক নিয়ে ভাবছেন না?

ঊষসী: আসলে আমার মনে হয় ‘জুন আন্টি’ থেকে এখনও দর্শক বেরোতে পারেননি। কিন্তু এ বার বেরিয়ে আসা উচিত। সে জন্যই আমি এই মুহূর্তে কোনও ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে চাই না। হয়তো পুজোর পর কাজ করব আবার। তত দিনে দর্শকরাও আমার আগের চরিত্রের কথা ভুলে যাবেন। নতুন ভাবে তাঁদের মনে জায়গা করে নিতে পারব।

প্রশ্ন: আপনার কাছে নাকি ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের প্রস্তাব এসেছিল?

ঊষসী: (হাসি) শুধু ‘ইন্দ্রাণী’ নয়, আমার কাছে তিনটি নামী চ্যানেলের প্রস্তাব ছিল। খলনায়িকা নয়, নায়িকার চরিত্রের জন্যই বলা হয়েছিল আমাকে। কিন্তু আমি আরও কিছু দিন সময় চাই। এ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মানসিক স্বাস্থ্য নিয়েও পড়াশোনা করছি। ব্যক্তিগত জীবন নিয়েও কিছুটা ব্যস্ত। তাই ধারাবাহিকের জন্য প্রয়োজনীয় সময় দেওয়াটা মুশকিল হবে।

প্রশ্ন: এখন কত ওয়েব সিরিজ, ছবির কাজ হচ্ছে, তার প্রস্তাবও নিশ্চয়ই পাচ্ছেন ?

ঊষসী: ‘জুন আন্টি’র জনপ্রিয়তার পর আশা করেছিলাম পরিচালক, প্রযোজকরা আমাকে নিয়ে ভাববেন। আরও বেশি করে হয়তো ওয়েব সিরিজ, সিনেমার সুযোগ পাব। একদম সুযোগ আসেনি, তা বলব না। কিন্তু যতটা পাওয়া উচিত ছিল, ততটা পাইনি। আমি সত্যিই আহত হয়েছি। ইন্ডাস্ট্রি থেকে এমনটা আশা করিনি।

প্রশ্ন: কেন সুযোগ কম আসছে বলে আপনার মনে হয়?

ঊষসী: মনে হয় ছবির ক্ষেত্রে একটা অন্য ‘লবি’ কাজ করে। পিআর, ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা কত— সে সবের নিরিখেও বিচার করা হয়। ইনস্টাগ্রামে হাজার হাজার অনুরাগী নেই আমার। এমনও শুনতে হয়েছে— ‘আপনি টেলিভিশনে খুব ভাল অভিনয় করেছেন। আপনি খুব জনপ্রিয়। কিন্তু আপনি কি ‘ওটিটি’-তেও পারবেন?’ ইন্ডাস্ট্রিতে এত বছর অভিজ্ঞতার পরে এটা কি আমার প্রাপ্য?

প্রশ্ন: আপনার চেয়ে ‘জুনিয়র’ অভিনেত্রী মধুমিতা, সোনামণিরা এখন ওয়েব সিরিজ, সিনেমায়। হিংসে হয়?

ঊষসী: না, ওরা আমার থেকে খুবই ছোট। ভাল কাজ করছে। আমি খুশি, শুভেচ্ছা রইল ওদের জন্য।

প্রশ্ন: প্রযোজক, পরিচালকদের কিছু বলতে চান?

ঊষসী: একটাই কথা বলতে চাই। আশা করেছিলাম, আরও ভাল সুযোগ দেওয়া হবে। আসেনি। সেটা কেন হল, তার উত্তর নেই আমার কাছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement