সইফের ঘটনা নিয়ে ফের উর্বশীর মন্তব্য। ছবি: সংগৃহীত।
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আতঙ্কে মুম্বই শহর। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে উর্বশী রাউতেলার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, তাঁরই মন্তব্যের জন্য। সইফের ঘটনার থেকেও তিনি নাকি তাঁর হিরের আংটি প্রদর্শন করতে বেশি ব্যস্ত ছিলেন, এমনই মত নিন্দকদের। এই প্রসঙ্গে নিজের হয়ে সাফাই গেয়েছেন উর্বশী।
সইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই। কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে। উর্বশীর দাবি, তাঁর ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু সইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলি ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে।
সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সইফের উপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তত ক্ষণে গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, “কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে, আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার উপর ভোর চারটের ঘটনা নিয়ে সকাল আটটার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেই ভাবে কিছুই জানতাম না। এটুকুই মনে আছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সইফ) আহত হয়েছেন। গোটা ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। ওঁর সঙ্গে ঠিক কী ঘটে গিয়েছে, আমি তখনও জেনেই উঠিনি।”
উর্বশী আরও জানান, তাঁর ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও ফের কথা বলেন উর্বশী। তাঁর কথায়, “বাবা-মাকে আমি খুব ভালবাসি। মনে হয়, ওঁরাই আমার ভগবান। তাই একটু বেশিই উত্তেজিত ছিলাম ওঁদের থেকে উপহার পেয়ে। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।”