Amitabh Bachchan

অভিষেককে নিয়ে উদ্বিগ্ন! ছেলের ছবির ঝলক প্রকাশের আগে গোপনে কোথায় গিয়েছিলেন অমিতাভ?

মহীরুহ বাবার ছায়াতলে অভিষেককে একটু বেশিই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। যদিও বাবা অমিতাভ বচ্চন সব সময়ই ছেলের পাশে থাকেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:২১
Image of Abhishek Bachchan and Amitabh Bachchan

অভিষেক বচ্চনের যে কোনও কাজেরই প্রশংসা করেন অমিতাভ বচ্চন, উৎসাহ জোগান। ছবি: সংগৃহীত।

অভিনয় জীবনে অনেকটা পথ পেরোলেও বাবার মতো খ্যাতনামী হয়ে উঠতে পারেননি অভিষেক বচ্চন। সমালোচকেরা বলে থাকেন, ধীরে ধীরে তাঁর অভিনয় পরিণত হয়েছে । কিন্তু মহীরুহ বাবার ছায়াতলে তাঁকে একটু বেশিই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। যদিও বাবা অমিতাভ বচ্চন সব সময়ই ছেলের পাশে থাকেন। বলা হয়, তিনিই তাঁর ছেলের সব থেকে বড় ‘চিয়ারলিডার’। সব সময় উৎসাহ জুগিয়ে চলেন।

Advertisement

মঙ্গলবার সকালে প্রকাশ পেয়েছে অভিষেকের আসন্ন ছবি, ‘আই ওয়ান্ট টু টক’। সুজিত সরকারের ছবিতে অমিতাভ বহু বার কাজ করলেও এই প্রথম পরিচালক বেছে নিয়েছেন অভিষেককে। প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে ছবিটি বেশ অন্য ধারার। বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেই থাকছে এক অসুস্থ মানুষের কাহিনিও। ঝলক দেখে অমিতাভ যে যার পর নাই খুশি তা বোঝাই যায়। তার আগের দিনই তিনি ছুটে গিয়েছেন মন্দিরে, কিন্তু সকলের চোখ এড়িয়ে। পরে অবশ্য সে কথা জানিয়েছেন নিজেই। অনুরাগীরা মনে করছেন ছেলের সাফল্য কামনায় এই দেবদর্শন।

এর আগে অভিষেক ছবির নাম প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে। সে দিনও সমাজমাধ্যমে বলিউডের শাহেনশাহ তাঁর আগ্রহ প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, “আরে বাহ! দারুন অভিষেক। আমি এটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।” সোমবার অমিতাভ প্রথমে যান মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে। তার পর যান বাবুলনাথ মন্দিরে। নিজের ব্লগ, পোস্টে শাহেনশাহ লিখেছেন, “একটা দিন কাটল আধ্যাত্মিক পবিত্রতা, প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদ কামনায়… সিদ্ধিবিনায়ক এবং বাবুলনাথ মন্দির পরিদর্শন করলাম। বিশ্বাস আর আত্মিক অনুভবে পূর্ণ। সর্বদা বজায় থাক প্রেম ও শান্তি।”

‘ঘুমর’-এর পর আরও এক বার পর্দায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। আগামী ২২ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘আই ওয়ান্ট টু টক’। এ দিকে ‘কল্কি ২৮৯৮ এডি’র পর অমিতাভ ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড় পতি’র সাম্প্রতিক কাজ নিয়ে।

Advertisement
আরও পড়ুন