Urfi Javed

Urfi Javed: প্রেম দিবসে খোলামেলা পোশাক পরে নেটমাধ্যমে ট্রোলড উরফি, দেখুন সেই ভাইরাল ছবি

সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দেন উরফি। সেই ছবিতে তাঁর পরনে ছিল জলপাই-সবুজ জামা এবং নীল জিন্স। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৭
অদ্ভুত এবং খোলামেলা পোশাক পরার জন্য নেটমাধ্যমে সবসময়ই চর্চায় থাকেন উরফি জাভেদ।

অদ্ভুত এবং খোলামেলা পোশাক পরার জন্য নেটমাধ্যমে সবসময়ই চর্চায় থাকেন উরফি জাভেদ।

অদ্ভুত এবং খোলামেলা পোশাক পরার জন্য নেটমাধ্যমে সবসময়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। এ বার প্রেম দিবসে অদ্ভুত পোশাক পরে ছবি দিয়ে নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী উরফি।

সোমবার প্রেম দিবসে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দেন উরফি। সেই ছবিতে তাঁর পরনে ছিল জলপাই-সবুজ জামা এবং নীল জিন্স। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। ছবিগুলি দেওয়ার পরই ট্রোলের শিকার হতে হয় উরফিকে, কারণ উরফি জামাটি পরেছিলেন উল্টো করে। ছবিতে জামার বোতামগুলি রয়েছে পিঠের দিকে, এবং খোলা। উরফির উন্মুক্ত মসৃণ পিঠে শোভা পাচ্ছে লকেট সমেত গলার হার।

Advertisement

এই ছবি দেওয়ার পরেই কমেন্টে তাঁকে কুরুচিকর ট্রোলের শিকার হতে হয়। কেউ লেখেন ‘এ ভাবেই শার্টটি সোজা করে পরতে পারতেন’। অন্য একজন মন্তব্য করেন, ‘টাই থাকলে আরও ভাল লাগত।'

Advertisement
আরও পড়ুন