Urfi Javed

বুক ঢেকেছেন সাদা ব্যান্ডেজে, কোমরে স্রেফ অন্তর্বাস, হোলির রঙিন শুভেচ্ছা জানালেন উরফি

নিজের পোশাক নির্বাচনের কারণে বরাবরই শিরোনামে ও বিতর্কে থাকেন তিনি। হোলির উৎসবেই তার অন্যথা হল না। গোলাপি রঙে হোলির শুভেচ্ছা জানালেন উরফি জাভেদ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৬:৪৮
Photograph of Urfi Javed.

হোলির উৎসবে সাদা পোশাকেই উষ্ণতা বাড়ালেন টেলি তারকা উরফি জাভেদ। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে রং লাগাতে তাঁর জু়ড়ি মেলা ভার। তার উপরে হোলির উৎসব বলে কথা। তিনি রং ছড়াবেন না, তা কি হয়! তিনি উরফি জাভেদ। হোলির উৎসবে সাদা পোশাকেই উষ্ণতা বাড়ালেন টেলি তারকা। ব্যান্ডেজের মতো সাদা কাপড়ে ঢাকা বুক, কোমরে জড়ানো টুকরো কাপড়, যা দেখে অনেকে অন্তর্বাস বলেও ভুল করতে পারেন। সুতোর আঁকিবুকিতে ভরা হাত, হাঁটুর নীচে আবার বাকি এক ফালি কাপড়। সাদা পোশাকের সঙ্গে পায়ে পরেছেন লাল হিল জুতো। পোশাকের সৌজন্যে উন্মুক্ত তারকার বুকের নীচের ট্যাটু। হাত ভর্তি গোলাপি রং, আর চোখেমুখে ভরা দুষ্টুমি। যৌবনের উদ্দাম রং হাওয়ায় উড়িয়ে সমাজমাধ্যমে হোলির শুভেচ্ছা জানালেন উরফি। ভাইরাল হল সেই ভিডিয়ো।

Advertisement

উরফির হোলির ভিডিয়োয় সমাজমাধ্যমে মন্তব্যের বন্যা। কেউ তারকার সাহসিকতার তারিফ করেছেন। কারও গলায় আবার সমালোচনার সুর। কেউ কেউ তো তাঁকে এও জিজ্ঞাসা করলেন, ‘‘এই পোশাক পরে হাঁটতে চলতে পারেন কী করে?’’ তবে তাতে কান দিতে রাজি নন উরফি। সংবাদমাধ্যমে একাধিক বার তাঁর পোশাক নির্বাচন নিয়ে প্রশ্নে সম্মুখীন হয়েছেন টেলি তারকা। উত্তরও দিয়েছেন নিজের পরিচিত ঝাঁঝ বজায় রেখেই। ‘‘আমি চাদর গায়ে দিতে পছন্দ করি না।’’ সাফ উত্তর তাঁর।

নিজের পোশাকের ধরনের জন্য প্রায়শই চর্চায় থাকেন উরফি। বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য নিয়েও ওঠে বিতর্কের ঝড়। তবে তাতে দমে যাওয়ার পাত্রী নন উরফি। ফ্যাশন জগতে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন। এমনকি, সম্প্রতি আবু জানি ও সন্দীপ খোসলার ফ্যাশন শোয়েও দেখা গিয়েছে উরফিকে। সোনালি রঙের পোশাকে সেজেছিলেন উরফি। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল তাঁর সেই লুক।

Advertisement
আরও পড়ুন