Udit Narayan

Udit Narayan-Kumar Sanu: শানুর জীবনে তো কত মহিলা এলেন আর গেলেন: উদিত

কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক ঠাট্টা করে বললেন, কুমার শানুর সঙ্গে দেখা করতে গেলে সব সময়ে গরুর গাড়ি চড়ে যান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:১১
কুমার শানু এবং উদিত নারায়ণ

কুমার শানু এবং উদিত নারায়ণ

‘কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলেন কুমার শানু, উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল। হাসি, ঠাট্টা, আড্ডার মাঝে প্রকাশ পেল নানা ব্যক্তিগত মজার ঘটনা। তা সে উদিতের তোয়ালে প্রীতি হোক বা শানুর প্রেম জীবন। রবিবারের সেই পর্বে শানু এবং উদিতের খুনসুটির ঝলক মিলল।

কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক ঠাট্টা করে বললেন, কুমার শানুর সঙ্গে দেখা করতে গেলে সব সময়ে গরুর গাড়ি চড়ে যান। এমন তথ্যে অবাক হয়ে গিয়ে সকলে তার কারণ জানতে চাইলেন। ক্রুষ্ণা তখন মনে করালেন কুমার শানুর সেই গানের কথা, ‘‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা।’’ জনপ্রিয় এই হিন্দি গানের অর্থ হল, ‘‘ধীরে ধীরে আমার জীবনে এসো।’’ সেই গানের কথা তুলে এনে মজা করলেন ক্রুষ্ণা। তাঁর কথায়, ‘‘ধীরে ধীরে যেতে গেলে তো গরুর গাড়ির প্রয়োজন।’’

Advertisement

সেই প্রসঙ্গে কুমার শানুকে নিয়ে মজা করতে ছাড়লেন না উদিত। বললেন, ‘‘ধীরে ধীরে শানুর জীবনে তো অনেক মহিলাই এলেন আর গেলেন। এখনও বাকি রয়েছে। মন ভরেনি শানুর।’’

এই পর্বের শুরুর দিকেই কুমার শানু উদিতকে নিয়ে ঠাট্টা করেছেন। উদিতও তাঁকে জবাব দিলেন একই ভাবে। কী হয়েছিল? কপিল শর্মার কথায় জানা যায়, উদিত নাকি বাড়িতে কোনও পোশাক পরেন না, কেবল তোয়ালে পরে থাকেন। কিন্তু এখন তো তাঁর ছেলে আদিত্য নারায়ণের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে পূত্রবধূ শ্বেতা আগরওয়াল রয়েছেন। উদিতকে কপিলের প্রশ্ন ছিল, ‘‘তাতে সমস্যা হয়?’’ উদিত বলেন, ‘‘এখনও তোয়ালে পরেই ঘুরে বেড়াই। বাড়িতে বৌমা আসায় কোনও অসুবিধা হয়নি।’’ গায়কের উত্তরে হাসির রোল আরও বেড়ে যায়। উদিত বলেন, ‘‘কৃষকের ছেলে আমি। অভ্যাস যায় না অত সহজে।’’ ঠাট্টা মশকরায় আরও ইন্ধন জুগিয়ে কুমার শানু বলেন, ‘‘কৃষকের ছেলে হয়ে কোনও দিন ক্ষেত দেখেননি উদিত। কিন্তু তোয়ালে দেখে নিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন