Soumya-Sandipta

হবু স্বামীর জন্মদিন, বিশেষ দিনে আদুরে ছবি পোস্ট করে কী লিখলেন সন্দীপ্তা?

১২ নভেম্বর সন্দীপ্তার হবু স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিনটায় তাঁর জন্য কী বিশেষ বার্তা নায়িকার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৫:৩৮
সৌম্য-সন্দীপ্তা।

সৌম্য-সন্দীপ্তা। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের আগে শেষ জন্মদিন। ফলে এই বছরটা একটু বেশি অন্য রকম। ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ১২ নভেম্বর বিয়ের আগে শেষ জন্মদিন সৌম্যর। হবু স্বামীর বিশেষ দিনটা যে নায়িকার জন্যও বিশেষ বোঝা গেল সমাজমাধ্যমের পোস্টে। বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেছেন সন্দীপ্তা। বেশ অনেক দিন হল সৌম্য এবং সন্দীপ্তা সম্পর্কে রয়েছেন। প্রথমে তা লোকচক্ষুর আড়ালে রাখলেও এখন আর কোনও লুকোছাপা নেই তাঁদের। মাঝে মাঝে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। সেই ছবিও দেখা যায় নায়িকার সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

সৌম্যর জন্মদিনে একসঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। প্রতিটি ছবিতে একসঙ্গে রয়েছেন দু’জনে। এক গাল হাসি তাঁদের মুখে। ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “শুভ জন্মদিন সৌম্য। খুব ভাল থাক। ভাল হোক সব কিছু। বাকি কথা সামনে বলব।” হবু স্ত্রীর শুভেচ্ছা পেয়ে খুশি সৌম্যও। উত্তর দিতে ভুললেন না। লিখলেন, “ধন্যবাদ সন্দীপ্তা। তুমি সেরা।”

এই মুহূর্তে সন্দীপ্তা এবং সৌম্য দু’জনেই ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। নায়িকার ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ দিলেই চোখে পড়বে একের পর এক আইবুড়োভাত পর্ব। বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে সন্দীপ্তা জানিয়েছিলেন, প্রায় সব কেনাকাটাই সেরে ফেরেছেন তিনি। বিয়ের দিন গোলাপি রঙের বেনারসিতে সাজবেন তিনি। তবে কোথায় বিয়ের আসর বসবে, তা জানাতে নারাজ তিনি।

Advertisement
আরও পড়ুন