Rituparna Sengupta's mother passed away

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা, সিঙ্গাপুর থেকে উড়ে আসছেন সঞ্জয়, ঋষণা

মাকে হারিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন নায়িকা। ঋতুপর্ণার পাশে রয়েছেন আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবং তাঁর ভাই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:৩৩
Image of Rituparna Sengupta

প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা। ছবি: সংগৃহীত।

প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার বিকেলে ৩টে নাগাদ বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৭৬।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে এই খবর জানিয়েছেন নায়িকার আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বন্ধুরা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই। শর্মিষ্ঠা জানিয়েছেন, নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে। তিনি আসতে পারেননি। বদলে ভিডিয়ো কলে দিদাকে শেষ দেখা দেখেছেন।

অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা। সেই সময় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে ঋতুপর্ণা বলেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। ডায়ালিসিস চলছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” সেই সময়েও শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় উড়ে এসেছিলেন জামাই সঞ্জয়। সর্ব ক্ষণ ছিলেন অভিনেত্রীর ভাই। মুম্বই থেকে উড়ে এসেছিলেন মাসতুতো বোন।

এ দিন শর্মিষ্ঠা আরও জানান, মাঝে মাত্র দু’দিনের জন্য জরুরি কাজের কারণে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা। বাকি সময় সারা ক্ষণই তিনি হাসপাতালে ছিলেন। মানসিক দিক থেকে তিনি বরাবর মায়ের উপর নির্ভরশীল। তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছেন তিনি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কালীঘাট শ্মশানে নন্দিতা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement
আরও পড়ুন