Celebrity Birthday

জন্মদিনে সোমরাজের চমক, বিশেষ দিনটি কী ভাবে কাটাবেন আয়ুশী?

নতুন কাজ নিয়ে কথাবার্তা বলছেন তিনি। জন্মদিনের পরিকল্পনা জানালেন আয়ুশী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২২
Image of actress Ayoshi Talukdar

আয়ুশী তালুকদার। ছবি: ফেসবুক।

জন্মদিনের দিনটা প্রত্যেকেই চান একটু অন্য ভাবে কাটাতে। কেউ একান্তে কাটাতে চান। কেউ বা আবার পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতি পছন্দ করেন। রবিবার ১৭ সেপ্টেম্বর অভিনেত্রী আয়ুশী তালুকদারের জন্মদিন। বিশেষ দিনটা কী ভাবে কাটাবেন তিনি? কী কী পরিকল্পনা রয়েছে?

Advertisement

এই মুহূর্তে আয়ুশী অভিনেতা সোমরাজ মাইতির সঙ্গে সম্পর্কে রয়েছেন। শুক্রবার রাতেই আয়ুশীকে জন্মদিন উপলক্ষে বিশেষ সারপ্রাইজ় দিয়েছেন সোমরাজ। শহরের এক রেস্তরাঁয় আয়োজন করেছিলেন বিশেষ পার্টির। সেই পার্টিতে কেক কেটে আয়ুশীর জন্মদিন পালিত হয়। সেই ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সোমরাজ। সঙ্গে লিখেছেন, ‘‘শুভ জন্মদিন, সঙ্গী। আমার প্রিয় বন্ধু।’’ এরই সঙ্গে সোমরাজ আরও লেখেন, ‘‘প্রার্থনা করি, যেন তোমার সব স্বপ্ন সত্যি হয়।’’

Image of Somraj and Ayoshi

সোমরাজ এবং আয়ুশী। ছবি: ইনস্টাগ্রাম।

জন্মদিনে কী কী উপহার পেলেন আয়ুশী? অভিনেত্রী বললেন, ‘‘পেয়েছি অনেক কিছুই। কিন্তু জানতাম, আমরা ডিনার করতে যাব। সোমরাজ যে সারপ্রাইজ় পার্টির আয়োজন করেছে, সেটা জানতাম না।’’ আয়ুশীর মতে, সোমরাজ সে অর্থে সারপ্রাইজ় দেওয়ার মতো ব্যক্তি নন। পার্টিতে অভিনেত্রীর স্কুল এবং ইন্ডাস্ট্রির বন্ধুরাও উপস্থিত ছিলেন। আয়ুশীর কথায়, ‘‘ও যে সকলকে নিয়ে এ রকম একটা পরিকল্পনা করেছে, সেটাই আমার মন ছুঁয়ে গিয়েছে।’’

রবিবার জন্মদিনের দিনটা পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে আয়ুশীর। বললেন, ‘‘পরিবারের সঙ্গে লাঞ্চে যাব। সন্ধ্যায় হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করব।’’

আয়ুশীকে দর্শক সম্প্রতি ‘আর্চির গ্যালারি’ ছবিতে দেখেছেন। পুজোর পর মুক্তি পাবে তাঁর নতুন ছবি। এই মুহূর্তে বেশ কিছু নতুন কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানালেন আয়ুশী। ঘন ঘন মুম্বই যাতায়াতও করছেন। তবে কোনও কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী তা নিয়ে মন্তব্য করতে নারাজ।

Advertisement
আরও পড়ুন