Tollywood Puja Look

সাবেকিয়ানায় মজলেন টলিপাড়ার নায়িকারা! তনুশ্রী-মধুমিতা-মধুরিমাদের কোন সাজ আপনার মন কাড়ল?

পুজোর চার দিনে চার রকম সাজ। নিজেকে সেরা দেখানোর চেষ্টায় সবাই। কখনও ছিমছিম হালকা সাজ, কখনও জমকালো গ্ল্যামারাস প্রতিযোগিতায় টলিপাড়ার নায়িকারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৮:০৫
পুজোয় নায়িকারা রোজ নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন দর্শকের কাছে।

পুজোয় নায়িকারা রোজ নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন দর্শকের কাছে। ছবি: সংগৃহীত

মা দুর্গা এলো মানেই লাগামছাড়া আনন্দ। প্রতি দিন নিত্যনতুন সাজ। এই কয়েকটা দিন নিজেদের সেরা লুকে ধরা দিতে হবে। একটাই লক্ষ্য। নায়িকারাও রোজ নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন দর্শকের কাছে। সবাই প্রায় বেছে নিয়েছেন সাবেকিয়ানার সাজই। তনুশ্রী চক্রবর্তী, মধুরিমা বসাক থেকে মধুমিতা সরকার বাদ গেলেন না কেউ-ই।

Advertisement

অষ্টমীর সকালে স্নিগ্ধ রূপে ধরা দিলেন তনুশ্রী। সাদা ঢাকাইয়ে আটপৌরে বাঙালি লুকে সেজে উঠলেন নায়িকা।

হাতে পদ্ম, সোনার গয়নায় মধুরিমা যেন সাক্ষাৎ দেবী।

জমকালো সাজে তাক লাগালেন মধুমিতাও। মাথায় জুঁইয়ের মালায় সম্পূর্ণ মধুমিতার লুক।

হালকা সেজেও যে চমকে দেওয়া যায়, তা ঊষসীকে না দেখলে বোঝা দায়। মাথায় গোলাপ দিয়ে সম্পূর্ণ ঊষসীর পুজোর সাজ।

শ্বেতাও কারও থেকে কম যান না। গলায় জ্বলজ্বল করছে দেবী দুর্গা।

Advertisement
আরও পড়ুন