Tollywood Actress

প্রেমিককে সঙ্গে নিয়ে আইপিএসের গাড়িতে লাথি, দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

প্রেমিককে সঙ্গে নিয়ে আইপিএস কর্তার গাড়িতে ধাক্কা! তার পরই সটান লাথি। কে সেই অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৫৪
Tollywood actor dimple hayati and her fiance booked for damaging ips officer’s car

অভিনেত্রী ও তাঁর প্রেমিক মিলে আইপিএস রাহুল হেগড়ের গাড়িতে ক্ষতি করার চেষ্টা করেন। ছবি: সংগৃহীত।

বিনোদন জগতে কখন যে কি হয়, তা বোঝা শক্ত। এ বার তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল হায়তির বিরুদ্ধে ফৌজদারির মামলা রুজু করেছে পুলিশ। অভিনেত্রী ও তাঁর প্রেমিক মিলে আইপিএস রাহুল হেগড়ের গাড়িতে ক্ষতি করার চেষ্টা করেন। অভিনেত্রী এবং ওই পুলিশকর্তা দু’জনেই হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসের বাসিন্দা।

Advertisement

ঠিক কী ঘটেছিল সে দিন?

অভিনেত্রী ডিম্পলের প্রেমিক ভিক্টর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পুলিশকর্তার গাড়িটকে ধাক্কা মারেন। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন পুলিশকর্তার গাড়ির চালক। অভিনেত্রীর প্রেমিক গাড়িতে ধাক্কায় দিতেই গাড়ির চালক ক্ষতিপূরণ চান। তখন ওই আইপিএসের গাড়িতে সটান লাথি মারেন অভিনেত্রী। গোটা ঘটনাটি ধরা পড়েছে আবাসনের পার্কিংয়ের সিসিটিভি ক্যামেরায়।

অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন