Debolina Dutta

‘খতরোঁ কে খিলাড়ি’ খেলায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নাকি দেবলীনা? কী বললেন অনুরাগীদের?

সিনেমার ফাঁকে নতুন কিছুর প্রস্তুতিতে দেবলীনা? কোনও অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হচ্ছেন কি? নায়িকার নতুন ভিডিয়ো উস্কে দিচ্ছে নানা প্রশ্ন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৫:৫৬
নতুন খেলায় মজলেন দেবলীনা?

নতুন খেলায় মজলেন দেবলীনা? ছবি : ইনস্টাগ্রাম।

চারিদিক ঘন সবুজে ঢাকা। ঝুলন্ত ব্রিজের উপর কয়েক ইঞ্চি দূরত্ব রেখে ফেলা কাঠের পাটাতন। পার হতে গেলে ভরসা এই সরু সরু কাঠের পাটাতনই। মাথায় হলুদ হেলমেট, কোমরে দড়ি বেঁধে সব রকম সুরক্ষা নিয়ে নেপালে এমনই এক ব্রিজ পার হতে দেখা গেল অভিনেত্রী দেবলীনা দত্তকে। এ কি ‘খতরোঁ কে খিলাড়ি’র সেট?

এমনই সব নানা রকম কঠিন কঠিন স্টান্ট করতে দেখা যায় হিন্দি রিয়্যালিটি শো-তে। তবে দেবলীনা এমন কোনও খেলাতেই অংশগ্রহণ করেননি। তিনি গিয়েছেন নেপাল ঘুরতে। সেখানেই এমন রোমাঞ্চকর এক খেলায় মজলেন অভিনেত্রী। দর্শকের উদ্দেশে ভিডিয়োয় পোস্ট করলেন। কী ভাবে দক্ষতার সঙ্গে পার হওয়া যাবে এমন কাঠের ব্রিজ? প্রতিটা মুহূর্ত পরতে পরতে উপভোগ করছেন নায়িকা।

Advertisement

কাজের ফাঁকে একটু সময় পেলেই ঘুরতে যেতে ভালবাসেন দেবলীনা। আপাতত নেপালের পাহাড়-পর্বতে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। বেশ অনেক দিন হল অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। স্টুডিয়োপাড়ার গুঞ্জন তথাগত নাকি জড়িয়েছেন নতুন সম্পর্কে। অন্য দিকে দেবলীনাও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন