Dev

নিজে অভিনয় না করলে ‘বাঘা যতীন’ চরিত্রে কাকে দেখতে চাইতেন? উত্তর দিলেন স্বয়ং দেব

১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বাঘা যতীন’। শুরু হল প্রচার। এই চরিত্রে দেব অভিনয় না করলে কাকে বাছতেন? জবাব দিলেন দেব নিজেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৯
Tollywood actor and producer Dev suggests who can fit in the character of Bagha Jatin if it is not him

‘বাঘা যতীন’ ছবিতে দেব। ছবি: সংগৃহীত।

‘বাঘা যতীন’ সিনেমায় নামভূমিকায় দেব। কিন্তু তিনি যদি এই চরিত্রে অভিনয় না করতেন, তা হলে সবথেকে মানানসই কে হতেন? দেব নিজেই এর জবাব দিলেন। আনন্দবাজার অনলাইনকে বললেন, তাঁর পছন্দ জিৎ।

Advertisement

চালসায় দেব এখন পুরোদমে শুটিং করছেন ক্রিসমাসের ছবি ‘প্রধান’-এর। শুটিং করতে করতেই এক ফাঁকে কলকাতায় চলে এসেছেন। লক্ষ্য, পুজোর ছবি ‘বাঘা যতীন’-এর প্রচার শুরু করা। শনিবার প্রকাশ্যে এল অরুণ রায়ের ছবির প্রচার ঝলক। নতুন নায়িকা সৃজা দত্তকে নিয়ে অনুষ্ঠানে আসেন দেব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, যদি বাঘা যতীনের চরিত্রে তিনি অভিনয় না করতেন, তা হলে কোন অভিনেতাকে তাঁর পছন্দ? আনন্দবাজার অনলাইনকে দেব বললেন, ‘‘আমি তা হলে জিৎদাকে বলতাম এই চরিত্রে অভিনয় করার জন্য। একটা লার্জার দ্যন লাইফ ব্যাপার। আমি ছাড়া জিৎদাই মনে হয় এমন চরিত্রে অভিনয় করতে পারত।’’

জিৎ।

জিৎ। ছবি: সংগৃহীত।

১৯ অক্টোবর পুজোয় বাংলা ভাষায় মুক্তি পাবে এই ছবি। ২০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’।

এক দিকে আগামী ছবির কাজ, অন্য দিকে আবার পুজোর ছবির প্রচার। জানালেন, এমন ব্যস্ততা, কাজের চাপ থাকলেই তিনি চাঙ্গা থাকেন। ‘প্রধান’-এর প্রথম দিনের শুটিংয়েই জ্বরে কাবু হয়েছিলেন দেব৷ কিন্তু তার পরেও কাজ চালিয়ে গিয়েছেন। বললেন, ‘‘কাজের মধ্যে থাকলেই ভাল লাগে।’’

অভিনেতা দেবের থেকেও প্রযোজক দেবকে এগিয়ে রাখলেন তিনি।

Advertisement
আরও পড়ুন