Kangana Ranaut

‘শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষ ছড়াবে’, তীব্র প্রতিবাদের হুঁশিয়ারি! পঞ্জাবে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’?

এই ছবি পঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তাঁরাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:০৭
Theatre owners of Punjab took big decision on Kangana Ranaut’s Emergency

পঞ্জাবে বন্ধ কঙ্গনার ছবি! ছবি: সংগৃহীত।

‘ইমার্জেন্সি’ নিয়ে ফের বিপাকে কঙ্গনা রানাউত। ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। পঞ্জাবে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি সংগঠনের। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই মর্মে চিঠিও লিখেছেন সংগঠনের সভাপতি। তাঁদের দাবি, এই ছবি পঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তাঁরাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ বার ‘ইমার্জেন্সি’ নিয়ে বড় পদক্ষেপ পঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকদের।

Advertisement

পঞ্জাবের সরকারের তরফ থেকে ‘ইমার্জেন্সি’র উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। সারা দেশেই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু পঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকেরা এই ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই ছবি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন এসজিপিসি।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি-র তরফে লেখা হয়েছে, “পঞ্জাবে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও, দুঃখজনক ভাবে আপনার (ভগবন্ত মান)সরকার কোনও পদক্ষেপ করেনি এই বিষয়ে। ১৭ জানুয়ারি এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক।” সেই চিঠিতেই এসজিপিসি-র সভাপতি হরজিন্দর সিংহ ধামী যোগ করেন, “শিখ সম্প্রদায়ের বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে এই ছবি বিষ ছড়াবে। তাই পঞ্জাবে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানাচ্ছি। মুক্তি পেলে আমরা তীব্র বিরোধিতা করতে বাধ্য হব।”

‘ইমার্জেন্সি’-তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এ ছাড়াও ছবিতে রয়েছেন, অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়শ তলপাড়ে, মহিমা চৌধুরী।

Advertisement
আরও পড়ুন