প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।
ধারাবাহিকের ধারা বদলাতে চলেছে। কমতে চলেছে পর্ব সংখ্যা। বদলাচ্ছে কালার্স বাংলা। ‘মেগা’র ধারণা বদলে চ্যানেলে আসছে তিনটি নতুন ধারাবাহিক। প্রত্যেকটির পর্ব সংখ্যা ১০০। এই খবর আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল। পুজোর আগে শুরু হয়েছে শুটিং। দীপাবলির সময় সাময়িক বন্ধ ছিল কাজ। সাম্প্রতিক খবর, এখনও শুরু হয়নি সেই শুটিং। নেপথ্যে ফেডারেশনের সঙ্গে চ্যানেলের টানাপড়েন।
কী নিয়ে টানাপড়েন চলছে দুই পক্ষের মধ্যে? টেলিপাড়া সূত্রে খবর, পর্ব সংখ্যা কমে যাওয়ায় একে ধারাবাহিক বলতে নারাজ ফেডারেশন। সংগঠন থেকে দাবি উঠেছে, এটি সিরিজ় ঘরানার অন্তর্ভুক্ত। চ্যানেল কর্তৃপক্ষের পাল্টা যুক্তি, যে হেতু ছোট পর্দায় দেখানো হবে তাই তাদের আগামী তিনটি কাজ ধারাবাহিক গোত্রেই পড়বে। অর্থাৎ, ১০০ পর্বের তিনটি কাজ সিরিজ় না ধারাবাহিক— এই তরজা না মেটার কারণেই নাকি বন্ধ তিনটি ধারাবাহিকের শুটিং।
খবরের সত্যতা যাচাইয়ের জন্য আনন্দবাজার অনলাইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তিন ধারাবাহিকের একটির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, অন্য একটির প্রযোজক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। অভিমন্যু ফোনে অধরা। কথা বলেছেন অভিমন্যু পরিচালিত ধারাবাহিকের প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায়। বিষয়টি স্বীকার করেছেন তিনি। আর্টেজ মিডিয়ার কর্ণধার এই প্রসঙ্গে বলেছেন, “১০০ পর্বের ধারাবাহিকের শুটিং দু’দিন ধরে বন্ধ। যত দূর খবর পেয়েছি, চ্যানেল এবং ফেডারেশনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে।” জয়দীপের এটি প্রথম ধারাবাহিক। তাই তাঁর আশা, আলোচনার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিষয়টি মিটে যাবে। কারণ, যত দিন শুটিং চলেছে তত দিন ফেডারেশনের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তিনি।
একই ভাবে কথা বলেছেন দ্বিতীয় ধারাবাহিকের প্রযোজক সৌরভ চক্রবর্তী। তিনি বলেছেন, “হ্যাঁ, গত দু’দিন ধরে ধারাবাহিক তিনটির শুটিং স্থগিত। শনিবার বিষয় নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। আশা, সেখান থেকেই সমাধানসূত্র বেরিয়ে আসবে।” তৃতীয় ধারাবাহিকের প্রযোজক পথিকৃৎ সেনগুপ্তও নীরব থাকেননি। ছোট পর্দায় ভৌতিক ধারাবাহিক প্রায় হয় না বললেই চলে। শূন্যস্থান পূরণ করতে তিনি হরর-কমেডি আনছেন বলে খবর। ধারাবাহিক সম্পর্কে সবিস্তার না জানালেও শুটিং বন্ধ প্রসঙ্গে তিনি বলেছেন, “দীপাবলি উপলক্ষে ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। এখনও আমরা নতুন কার্যক্রম তৈরি করে উঠতে পারিনি।” চ্যানেল-ফেডারেশন টানাপড়েন নিয়ে তাঁর দাবি, তাঁর সঙ্গে এ ধরনের কোনও বিষয়ে চ্যানেল বা ফেডারেশন কোনও আলোচনা করেনি।
বিষয়টি নিয়ে কী বলছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস? তিনিও শুটিং স্থগিত থাকার কথা অস্বীকার করেননি। পাশাপাশি, সিরিজ় বনাম ধারাবাহিক নিয়ে দুই পক্ষের টানাপড়েন কি না সে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “বিষয়টি নিয়ে চ্যানেলের সঙ্গে আলোচনা চলছে।”