Kolkata International Film Festival 2022

উৎসবের তারা দেখতে ‘গণছুটি’ স্টুডিয়োপাড়ায়

মঞ্চে টলিউড, বলিউড, হলিউডের সঙ্গে তাঁর প্রিয় টেলিউড বা বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রির নাম করতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ০৮:৫২
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারাদের সমাহার।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারাদের সমাহার। ছবি পিটিআই।

মঞ্চে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের দেখে তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন দর্শকেরা। ভিড়ের মধ্যে টেলিভিশন ধারাবাহিকের দুই অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী, পিয়ালি শাসমলকে দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চে বলিউডি সুপারস্টারদের নাগাল না-পেলেও এটুকুও মন্দ নয়!

মঞ্চে টলিউড, বলিউড, হলিউডের সঙ্গে তাঁর প্রিয় টেলিউড বা বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রির নাম করতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানদের গণছুটি দেওয়া নিয়ে টালিগঞ্জে নানা গুঞ্জন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এই ছুটি নিয়ে পোস্ট দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘সমস্ত অভিনেতা এবং টেকনিশিয়ান গিল্ডকে উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শুভ উদ্যোগ! কিন্তু শুধু তারকাদের দেখা ও উদ্বোধনী ছবি দেখায় থেমে না-গিয়ে ভাল সিনেমা দেখতে উৎসবের বাকি দিনগুলি ছুটি দিতে কী হত!’

Advertisement

ইন্ডাস্ট্রির ভিতরেও কটাক্ষ— এক দিনের ছুটি অনেকটা শাসকদলের কর্মসূচিতে যোগ দিতে কাজ ছেড়ে মিছিলে যাওয়ার মতো হল। ভাবটা এমন, বাংলার সিনেমা উৎসবের পাশে দাঁড়ান! এ বিষয়ে পিয়ালি-মধুপ্রিয়ারা বললেন, ‘‘উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ছুটি পেয়ে ভাল লাগল। কিন্তু রোজ সিনেমা দেখতে আসা অসম্ভব। তা হলে এপিসোডের চাপ কী ভাবে সামলানো হবে!’’ সুদীপ্তার প্রশ্ন, হঠাৎ শুটিং বন্ধের নির্দেশে সমস্যা হয়। কলাকুশলী, অভিনেতাদের উৎসবের ছবি দেখাতে বছরের প্রথমে পরিকল্পনা কেন নেওয়া হয় না? টালিগঞ্জের প্রবীণ প্রোডাকশন কন্ট্রোলার, অশীতিপর শৈলেশ্বর চট্টোপাধ্যায় বলছেন, ‘‘উৎসবের ছবি স্টুডিয়োয় অনায়াসে কলাকুশলীদের দেখানো যেত। তাতে ওঁরাও কিছু শিখতেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় করার সঙ্গে সিনেমাকে ভালবাসার সম্পর্ক নেই।’’

রাজ্যের বিনোদন জগতের ‘কাছের লোক’ তথা মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করা হলেও তিনি কথা বলতে পারেননি। জানা গেল, মন্ত্রী তাঁর বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠানে ব্যস্ত। যোগাযোগ করা যায়নি কলাকুশলীদের গিল্ডকর্তা স্বরূপ বিশ্বাসের সঙ্গেও। তবে টিভি ইন্ডাস্ট্রির ব্যস্ত লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চলচ্চিত্র উৎসব ইন্ডাস্ট্রিরই অনুষ্ঠান। তাতে কলাকুশলীদের আমন্ত্রণ সৌজন্য, সহৃদয়তার পরিচয়। অনেকে সব কিছুই বাঁকা চোখে দেখেন। এটা দুর্ভাগ্যজনক।’’

Advertisement
আরও পড়ুন