Ranbir Kapoor

মুম্বই ছেড়ে হায়দরাবাদেই নাকি থাকতে হবে! রণবীরকে দেখামাত্রই তুলোধনা তেলঙ্গানার মন্ত্রীর

হায়দরাবাদে ‘অ্যানিম্যাল’ ছবির প্রচারে গিয়ে এক মন্ত্রীর রোষের মুখে পড়তে হল রণবীর কপূরকে! কটাক্ষ করলেন বলিউডকেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৫:০৬
Telangana Minister Shocks Ranbir kapoor at Animal Event at Hyderabad

রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

হাতে আর বেশি সময় নেই। ১ ডিসেম্বর ‘অ্যানিম্যাল’-এর মুক্তি। জোরকদমে চলছে ছবির প্রচার। সোমবার ছবির প্রচারে হায়দরাবাদে পৌঁছন রণবীর কপূর, ববি দেওল, রশ্মিকা মন্দানা-সহ গোটা টিম। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির খ্যাতনামী সব তারকা। মহেশ বাবু, রাজমৌলী-সহ তেলঙ্গানার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মল্লা রেড্ডি। দর্শকাসনে রণবীরকে দেখে বলিউডকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী!

Advertisement
Telangana Minister Shocks Ranbir kapoor at Animal Event at Hyderabad

তেলঙ্গানার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মল্লা রেড্ডি। ছবি: সংগৃহীত।

করোনা পরবর্তী সময়ে ভারতীয় সিনেমার বক্স অফিসকে চাঙ্গা করেছে দক্ষিণী ছবি। শুরুটা হয় ‘পুষ্পা’-র মাধ্যমে। তার পর একে একে ‘কেজিএফ ২’, ‘কান্তরা’-সহ একের পর এক সফল ছবি পেয়েছেন দর্শক। এমনকি, বলিউডে ছবি হিট করতে প্রযোজকরা ভরসা রাখছেন দক্ষিণী পরিচালকদের উপরই। যার সাম্প্রতিক উদাহরণ হল ‘জওয়ান’। পরিচালক অ্যাটলির উপর ভরসা রেখেছিলেন খোদ শাহরুখ খানও। ফলও পেয়েছেন হাতেনাতে। এ বার নিজের দ্বিতীয় ছবি ‘অ্যানিমাল’ নিয়ে আসছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। সম্ভবত সাফল্যের এমন বহর দেখেই তেলঙ্গানার মন্ত্রী মল্লা রেড্ডি সামান্য আত্মশ্লাঘায় ভুগছেন। রণবীরকে দেখামাত্রই যেন গর্জে উঠলেন তিনি। তিনি বলেন, ‘‘এক দিন গোটা ভারতকে শাসন করবে তেলুগুরা।’’

দর্শকাসনে বসে থাকা অভিনেতার উদ্দেশে বলেন,‘‘রণবীরজি আপনাকে একটা কথা বলতে চাই। আগামী ৫ বছরে গোটা দেশে, বলিউড, টলিউড সর্বত্র আমাদের তেলুগু ভাষাভাষীরা শাসন করবে। আপনাকেও এক বছরের মধ্যে হায়দরাবাদে এসে থাকতে হবে। মুম্বই পুরনো হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে ট্র্যাফিক জ্যাম হয়ে গিয়েছে, হিন্দুস্তানে এখন একটাই শহর— সেটা হায়দরাবাদ।’’ মল্লার এই বক্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে মন্ত্রী মশাইয়ের বক্তব্য রণবীর যে ভাবে শান্ত ভাবে, হাসিমুখে, ধৈর্য্য ধরে শোনেন, তা নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছে।

Advertisement
আরও পড়ুন