Tanusree Chakraborty

Tanusree Chakraborty: দশমীতে বিয়ের সাজে ছবি, ফের চমক দিলেন তনুশ্রী

ফের বিয়ের সাজে দেখা দিলেন তনুশ্রী। এ বার লাল বেনারসি, লাল ব্লাউজে কনের সাজে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৭:৩৩
বিয়ের সাজে তনুশ্রী

বিয়ের সাজে তনুশ্রী

গত অগস্ট মাসে প্রথম নববধূ রূপে আবির্ভাব ইনস্টাগ্রামে। আটপৌরে ধাঁচে সোনালি রঙের শাড়ি, এক ঢাল খোলা চুলে যেন সদ্য বিবাহিতা। হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

দু’মাস পেরোতেই ফের বিয়ের সাজে দেখা দিলেন তনুশ্রী। এ বার লাল বেনারসি, গা ভরা সোনার গয়নায় পুরোদস্তুর কনে। কপালে বড় লাল টিপ এবং সিঁথিতে চওড়া সিঁদুর। বিজয়া দশমীর সকালে অনুরাগীদের এ ভাবেই শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তর ‘বিশেষ বন্ধু’।

Advertisement

গত বার বন্ধুকে বিয়ের সাজে দেখে খুনসুটিতে মেতেছিলেন মিমি চক্রবর্তী। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে তাঁর প্রশ্ন, ‘বিয়েটা কবে?’ পাল্টা রসিকতায় জবাব দিয়েছিলেন তনুশ্রীও। মিমিকে উত্তরে লিখেছিলেন, ‘তোর বিয়ের এক দিন আগেই।’ এ বার দশমীতে নিজেই সিঁদুরে রাঙা হলেন তনুশ্রী।

অবশ্য ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যাচ্ছে, অষ্টমীতে এই সাজে ছবি দিয়েছিলেন তনুশ্রী। সম্ভবত সে দিনের ছবিই আবার দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন