Saif Ali Khan

ইদেও কড়া নিরাপত্তা সইফ-করিনার ! পটৌডী পরিবারের জমায়েতে কোথায় তৈমুর ও জেহ?

সইফ ও করিনা দু’জনেই খাদ্যরসিক। পটৌডী পরিবারের হেঁসেলেও তাই নানা রকমের পদ রান্না হয়ে থাকে। সেই একই ধারা বজায় থাকল। ইদ উপলক্ষে সেজে উঠেছিলেন সইফ, করিনা, সোহা আলি খান, কুণাল খেমু, সাবা আলি খান সকলেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:৩৮
Taimur Ali Khan and Jeh were missing in Saif Ali Khan and Kareena Kapoor’s Eid gathering

সইফ-করিনার ইদে কোথায় তৈমুর ও জেহ? ছবি: সংগৃহীত।

ফের পটৌডী পরিবারে খুশির আবহ। কিছু দিন আগেই এই পরিবারে নেমে এসেছিল অন্ধকার। সইফ আলি খানের উপর হামলা নিয়ে ত্রস্ত হয়েছিল গোটা পরিবার। কিন্তু ইদের আবহে আবার উৎসবের পরিবেশ পরিবারে।

Advertisement

সইফ ও করিনা দু’জনেই খাদ্যরসিক। পটৌডী পরিবারের হেঁশেলেও তাই নানা রকমের পদ রান্না হয়ে থাকে। সেই একই ধারা বজায় থাকল। ইদ উপলক্ষে সেজে উঠেছিলেন সইফ, করিনা, সোহা আলি খান, কুণাল খেমু, সাবা আলি খান সকলেই। সইফ বেছে নিয়েছিলেন সাবেক সাজ, ধবধবে সাদা কুর্তা ও পাজামা। করিনা পরেছিলেন ফুল ছাপের সালোয়ার কামিজ়। সোহা বেছে নিয়েছিলেন হালকা সবুজ রঙের সালোয়ার-কামিজ়। অন্য দিকে কুণালের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।

শিমাই তৈরি করতে ব্যস্ত সোহা ও কুণাল। একসঙ্গে শিমাই তৈরির ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন সোহা ও কুণাল। তবে এই ছবিতে কোথাও দেখা যায়নি পরিবারের খুদেদের। কোনও ছবিতেই তৈমুর, জেহ ও ইনায়াকে দেখা যায়নি। অনুরাগীরা শুভেচ্ছা জানালেও খুদেদের দেখার ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে।

জানুয়ারি মাসে সইফ আলি খানের উপর হামলার ঘটনার জেরেই খুদেদের ছবি প্রকাশ্যে আনা হয়নি বলে মনে করা হচ্ছে। ঘটনার আগে প্রায়ই ছবিশিকারিদের ক্যামেরায় সন্তানদের নিয়ে ধরা দিতেন সইফ ও করিনা। কোনও রাখঢাক ছিল না সে সময়। কিন্তু হামলার ঘটনার পর থেকে বাচ্চাদের আড়ালেই রাখছেন তাঁরা। এর আগেও পরিবারের কোনও অনুষ্ঠানে সন্তানদের প্রকাশ্যে আনেননি করিনা ও সইফ। নিরাপত্তার কারণেই ইদেও সন্তানদের ছবি প্রকাশ করলেন না সইফ বা করিনা কেউই।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন এক অজ্ঞাতপরিচয়। চুরিই ছিল তাঁর উদ্দেশ্য। কিন্তু বাধা পাওয়ায় সইফের উপর হামলা করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন