Shah Rukh Khan

Taapsee-Shah Rukh: স্বপ্নের নায়ক দাঁড়িয়ে পাশে, দিয়ে চলেছেন শট, শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট তাপসী

শাহরুখের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত তাপসী। ভাগ করে নিলেন অভিজ্ঞতা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ২১:০৬
শাহরুখের ভক্তের তালিকায় এ বার তাপসী পান্নু৷ 

শাহরুখের ভক্তের তালিকায় এ বার তাপসী পান্নু৷ 

শেষ কয়েক দশক ধরে বলেন বলিপাড়ায় তাঁর রাজত্ব। বহু নারী হৃদয়ে তাঁর বাস। শাহরুখ খান। পর্দার নায়িকা থেকে আমজনতা, সবার প্রিয়। নায়কের ভক্তের তালিকায় এ বার তাপসী পান্নু।

রাজকুমার হিরানির আগামী ছবি ‘ডাঙ্কি’-তে কিং খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাপসীকে। ছোটবেলা থেকে যাঁকে পর্দায় দেখে অভ্যস্ত। তিনিই পাশে দাঁড়িয়ে শট দিচ্ছেন। এককথায় গায়ে কাটা দেওয়ার অবস্থা হয়েছিল নায়িকার।

Advertisement

মুম্বইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘‘আমি শুনেছিলাম শাহরুখ সেটে তাঁর সহ-অভিনেতাদের ভীষণই স্পেশ্যাল অনুভব করান। সেই অভিজ্ঞতা এ বার আমারও হল। আমি ভাবতেই পারছিলাম না যাঁকে এতদিন আমি বড়পর্দায় দেখে বড় হয়েছি। যাঁর কান্না, রোম্যান্স দেখে বড় হওয়া তিনিই আমার পাশে। অভাবনীয়।’’

আট থেকে আশি সবাই শাহরুখের ভক্ত। তাপসীর ক্ষেত্রেও তার অন্যথা হল না। কিং খানের সঙ্গে কাজ করার উত্তেজনা নায়িকার কথায় স্পষ্ট ধরা পড়ল।

Advertisement
আরও পড়ুন