tapasee pannu

Taapsee Pannu: ডেনমার্ক ছুটি কাটাতে গেলেন তাপসী, কে তাঁর ভ্রমণসঙ্গী?

ছুটির মেজাজে তাপসী পান্নু। হাতে একগুচ্ছ ছবি। ব্যস্ততার মাঝে বিরতি নিয়ে উড়ে গেলেন ডেনমার্ক। সঙ্গী কে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৯:১৫
ছুটির মেজাজে তাপসী

ছুটির মেজাজে তাপসী

কখনও রেস্তরাঁয়, কখনও গাড়িতে, কখনও আবার হাঁসের সঙ্গে ‘ওয়ার্ক আউট।’ তাপসী পান্নুর ইনস্টাগ্রাম স্টোরিতে এমন একের পর এক ছবি। কখনও চুমুক দিচ্ছেন পানীয়তে। কখনও আবার ঘুরে বেড়াচ্ছেন। হাতে হাত ভ্রমণসঙ্গীর। কিন্তু কে তিনি?

হাতে একগুচ্ছ ছবি। সেই ব্যস্ততার ফাঁকে টুক করে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছেন তাপসী। না, অবশ্যই একা যাননি। সঙ্গে নিয়ে গিয়েছেন বোন শগুন পান্নুকে। বেড়াতে বরাবরই খুব ভালবাসেন তাপসী। বিভিন্ন সময়ে তাঁর ভ্রমণের ছবি, ভিডিয়ো দেখতে অভ্যস্ত দর্শকরা। এ বার নায়িকার গন্তব্য কোপেনহেগেন, ডেনমার্ক।

Advertisement

প্রথম দিনের প্রতিটা মুহূর্তই প্রায় ফ্রেমবন্দি করেছেন তাপসী। বোনের সঙ্গে কখনও কোপেনহেগনের ‘সিটি হল স্কোয়্যারে’, কখনও আবার একসঙ্গে নৈশভোজের পথে। সঙ্গে অবশ্যই লোভনীয় সব খাবারের ছবি।

পায়ের তলায় সর্ষে তাপসীর। এই তো এক সপ্তাহ আগে রাজস্থানের কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। এক মাস আগে লন্ডন ভ্রমণের ছবিতে ভরে উঠেছিল তাপসীর ইনস্টাগ্রাম। এ বার ডেনমার্ক। ‘দোবারা’, ‘শাবাশ মিতু’, ‘দুনকি’-সহ একাধিক ছবি নায়িকার ঝুলিতে। একটানা কাজ, তার আগে একটু ছুটি তো দরকারই!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন