Sunny Leone

সমুদ্রতটে পোশাক বিছিয়ে ‘মৎস্যকন্যা’ সানি, ঢেউ এসে উত্তাপ নিচ্ছে তাঁর খোলা শরীরে

যেখানেই সমুদ্র, সেখানেই সানি। প্রায়ই নির্জন দ্বীপে উড়ে যান অভিনেত্রী। তবে এই সমুদ্র ঘরের কাছেই। বৃহস্পতিবার মুম্বইয়ের জুহু সৈকতে জলকেলির ভিডিয়ো পোস্ট করলেন সানি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৩:৪১
বৃহস্পতিবার মুম্বইয়ের জুহু সৈকতে জলকেলির ভিডিয়ো পোস্ট করলেন সানি।

বৃহস্পতিবার মুম্বইয়ের জুহু সৈকতে জলকেলির ভিডিয়ো পোস্ট করলেন সানি। ছবি: সংগৃহীত।

সমুদ্রের জলরাশি এসে ভেঙে পড়ছে বালুতটে। সেখানেই গেরুয়া পোশাকের ঝালর বিছিয়ে শুয়ে আছেন সানি লিওনি। দু’একটি বড় ঢেউ তাঁর শরীরের উপরই এসে ভাঙছে। এলোমেলো হয়ে যাচ্ছে বস্ত্রখণ্ড। সানিকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে উদ্দাম স্রোত। অভিনেত্রীও প্রস্তুত, সমুদ্রের কাছে নিজেকে সঁপে দিয়েছেন যেন। ঢেউগুলিকে ‘আয় আয়’ করে আহ্বান জানাচ্ছেন। সেই ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

যেখানেই সমুদ্র সেখানেই সানি। প্রায়ই নির্জন দ্বীপে উড়ে যান অভিনেত্রী। সমুদ্রের পারে মোহময়ী আবেদন ছড়ান। তবে এই সমুদ্র ঘরের কাছেই। বৃহস্পতিবার মুম্বইয়ের জুহু সৈকতে জলকেলির ভিডিয়ো পোস্ট করলেন সানি। নোনাজলে ভিজে সপসপে হয়ে উঠে বসে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় তারকাকে। ক্যাপশনে ট্যাগ দেখে বোঝা যায়, রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং চলছিল। সেটের সামনেই সমুদ্র। সেখান থেকেই মায়াবী সমুদ্রস্নানের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহকরা।

ভিডিয়ো পোস্ট করে সানি লিখেছেন, “পানি আ আ আ আয়া!” সঙ্গে হাসির ইমোজি। সেই দেখে মুগ্ধ অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিলেন। এক জন লিখেছেন, “সানি ম্যাম, আপনার কাছেই সৌন্দর্যের গোপন চাবি।” কেউ লিখলেন, “মৎস্যকন্যাকে ভালবাসি!” আবার কেউ লিখলেন, “শীতের মরসুমে আপনার উষ্ণতায় সমুদ্রের উত্তাপ বাড়ল।” সম্প্রতি নতুন ছবির ঘোষণা করেছিলেন সানি। ঝলক প্রকাশ্যে এসেছিল তামিল ছবি ‘ওহ মাই ঘোস্ট’-এর। ভৌতিক কমেডি সেটি, মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। সে ছবিতে রানির বেশে দেখা যাবে সানিকে। তবে দিনক্ষণ স্পষ্ট করেননি নির্মাতারা।

Advertisement
আরও পড়ুন