Sunny Deol

‘গদর ২’-এর সাফল্যের জের! আকাশছোঁয়া পারিশ্রমিক চেয়ে কি ‘হনুমান’-এর চরিত্র খোয়ালেন সানি?

গত বছর ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে রীতিমতো প্রত্যাবর্তন করেছেন অভিনেতা সানি দেওল। বক্স অফিসে ‘গদর ২’-এর সাফল্যের পর অভিনেতা হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ধর্মেন্দ্র-পুত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪
Sunny Deol.

সানি দেওল। ছবি: সংগৃহীত।

প্রায় দেড় দশকের হিটের খরা কাটিয়ে গত বছর অভিনেতা হিসাবে বক্স অফিসে প্রত্যাবর্তন করেছেন সানি দেওল। সৌজন্যে, ‘গদর ২’। ২০২৩ সালের সুপারহিট হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম ‘গদর ২’। বক্স অফিসে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে সানির ওই ছবি। ‘গদর ২’ ছবির সাফল্যের পরেই বদলে গিয়েছে সানির ভাগ্য। এখন তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলিউডের একাধিক নামজাদা পরিচালক, প্রযোজকেরা। তাঁদের মধ্যেই একজন হলেন পরিচালক নীতেশ তিওয়ারি। ‘রামায়ণ’-এর গল্প অবলম্বনে ছবি বানাচ্ছেন তিনি। সেই ছবিতেই হনুমানের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব গিয়েছিল সানির কাছে।

Advertisement

প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর জল্পনা শুরু হয়, এক ‘রামায়ণ’-এর গল্প অবলম্বনে তৈরি ছবির মুখ থুবড়ে পড়ার পর কি আদৌ ‘রামায়ণ’ ছবি তৈরি করার পথে হাঁটবেন নীতেশ? সেই উত্তর আগেই দিয়েছেন ‘ছিছোড়ে’ খ্যাত পরিচালক। শুধু তাই-ই নয়, চলতি বছর থেকেই শুরু হতে চলেছে সেই ছবির কাজ। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। ওই ছবিতেই হনুমানের চরিত্রে অভিনয় করার কথা ছিল সানির। সেই চরিত্রের জন্য ৭৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করে বসেছিলেন ধর্মেন্দ্র-পুত্র। তবে কানাঘুষো, নিজের পারিশ্রমিক কমিয়ে নাকি ৪৫ কোটিতে নামিয়ে এনেছেন তিনি। এখন খবর, পারিশ্রমিক নিয়ে জট কাটার পরে নাকি সানিকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা।

রামের চরিত্রে রণবীর চূড়ান্ত হয়ে গেলেও এখনও তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রণবীরের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করার কথা দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর। রাবণের চরিত্রে অভিনয় করার কথা ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশের। কানাঘুষো, রাবণ চরিত্রে অভিনয় করার জন্য নাকি ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন যশ।

Advertisement
আরও পড়ুন