তদন্ত শুরু করেছে ইন্ডিয়ান অয়েল। —ফাইল চিত্র।
আমেরিকার সংস্থা অ্যালবেমার্লে কর্পোরেশন ভারতে তাদের কোনও কর্তাকে ১৫ বছর আগে ঘুষ দিয়েছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইন্ডিয়ান অয়েল। ২০১৭ সালে ১১.৪ লক্ষ ডলার (বর্তমান মূল্যে প্রায় ৯.৬৯ কোটি টাকা) ঘুষ দেওয়ার কথা প্রথম সামনে আসে। ইন্ডিয়ান অয়েলের এক কর্তাকে দেওয়া হয়েছিল ২০০৯-১১ সালে এবং এক বেসরকারি সংস্থা ২০০৯-১৭ সালের মধ্যে। গত বছর আমেরিকার বাজার নিয়ন্ত্রক এসইসি জানায়, এর হাত ধরে প্রায় ১.১১ কোটি ডলার (প্রায় ৯৪ কোটি টাকা) মুনাফা করেছিল অ্যালবেমার্লে। এই মামলা মেটাতে ১৯.৮ কোটি ডলার জরিমানা দেয় তারা।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এই মামলায় তারা শরিক নয়, তাদের বিরুদ্ধে অভিযোগও হয়নি। তবে তারা নিজেরাই সত্যিটা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। তারা সমস্ত নিয়ম মেনে চলে বলেও শেয়ারহোল্ডার, সহযোগী ও কর্মীদের আশ্বস্ত করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি। সংশ্লিষ্ট মহল বলছে, ভারতে আদানি গোষ্ঠীর ঘুষের অভিযোগ ওঠার পরেই আমেরিকার সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু তাৎপর্যপূর্ণ।