KBC 15

বাবাকে নিয়ে প্রশ্ন করতে ভুল উত্তর সুহানার, অমিতাভের কাছে ধমক খেলেন শাহরুখ-কন্যা

‘কউন বনেগা ক্রোড়পতি’তে নাকি অতিথি হিসাবে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানেই এসেই এমন কাণ্ড ঘটালেন সুহানা, দেখে হতবাক অমিতাভ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৮:০৭
Suhana Khan wrongly answers when Amitabh Bachchan asked her about father Shah Rukh Khan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Padma Shri win

(বাঁ দিক থেকে) শাহরুখ খান, সুহানা খান, অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

জ়োয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ়’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখ-কন্যা। ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই মুম্বইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি। সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ় শো ‘কউন বনেগা ক্রোড়পতি’তে নাকি অতিথি হিসাবে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানেই এসেই এমন কাণ্ড ঘটালেন সুহানা, তা দেখেই শাহরুখ-কন্যা ধমক দিলেন অমিতাভ!

Advertisement

প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন সুহানা-অগস্ত্য। জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই। তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের। তবে খবর, নিজেদের সম্পর্ক নিয়ে নাকি ছেলেখেলা করতে রাজি নন তাঁরা। এ বার দাদুর শো-তে চর্চিত প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত্য। সেখানেই ‘সুহানা কিছু জানেন না’ বললেন অমিতাভ। কেন এমন উক্তি? সুহানাকে এ দিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, ‘‘এর মধ্যে কোন সম্মান এখনও পর্যন্ত শাহরুখ খান পাননি?’’ চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে। পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ? সুহানা নিমেষে উত্তর দেন, ‘পদ্মশ্রী’। এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। বেদং রায়ান তো বলেই দেন, ‘‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’’ ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মানের কথা অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা। অমিতাভ বলেন, ‘‘মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’’ যদিও গোটাটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

Advertisement
আরও পড়ুন