Bollywood Debut

ওটিটির পর এ বার বড় পর্দায়! তরতরিয়ে এগোচ্ছেন অমিতাভের নাতি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

ছবির একটা বড় অংশের শুটিং হবে মূলত উত্তর ভারতে। এ ছাড়াও, দেশের নানা চোখধাঁধানো জায়গায় চলবে ছবির কাজ। বড় করেই ভাবছেন রাঘবন। যে ছবির অংশ অগস্ত্য নন্দ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৬:৩৭
 Agastya Nanda

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। ছবি: সংগৃহীত।

অভিনয়ে আগেই এসেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের জমজমাট বাণিজ্যিক ছবি দিয়ে এ বার বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। চলছে তারই প্রস্তুতি। ছবির নাম ‘ইককিস’। তাতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অগস্ত্যকে।

রাঘবনের কাছেও এই ছবিটি একটি বড় চ্যালেঞ্জ। ‘এক হাসিনা থি’ (২০০৪) ছবি দিয়ে পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০১৫ সালে ‘বদলাপুর’, ২০১৮ সালে ‘অন্ধাধুন’ করে জনপ্রিয়তা পান রাঘবন। ২০২৩ সালেই নতুন ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার আগে শেষ মুহূর্তে চিত্রনাট্য শানিয়ে নিচ্ছেন। শুটিং শুরু হতে হতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে, এমনই খবর মিলছে প্রযোজনা সংস্থার অন্দর থেকে।

Advertisement

জানা গিয়েছে, ছবির একটা বড় অংশের শুটিং হবে মূলত উত্তর ভারতে। এ ছাড়াও, দেশের নানা চোখধাঁধানো জায়গায় চলবে ছবির কাজ। বড় করেই ভাবছেন রাঘবন। ভিএফএক্সেরও একটা বড় ভূমিকা থাকবে ‘ইককিস’ ছবিতে। বড় পর্দায় দর্শককে নতুন ধরনের অভিজ্ঞতা দিতে চাইছেন পরিচালক।

শ্রীরামের নতুন ছবিতে অগস্ত্যকে দেখা যাবে পরমবীর চক্রজয়ী অরুণ ক্ষেত্রপালের ভূমিকায়। এর আগে জ়োয়া আখতারের ‘আর্চিজ়’- এ অভিনয় করেছেন অগস্ত্য। ওটিটি মাধ্যমে শীঘ্রই এসে পড়বে সেই ছবি।

অভিতাভ-জয়ার দৌহিত্র অগস্ত্যের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানা খানকেও।

Advertisement
আরও পড়ুন