ফাইল চিত্র।
রাত পোহালেই প্রেক্ষাগৃহে আসছে দুই ভিন্ন স্বাদের বাংলা ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’। রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। দুই পরিচালকের অনুরাগীরাই ছবি দু’টি দেখার জন্য মুখিয়ে। কিন্তু শুরুতেই তালভঙ্গ। রাজের ছবি নন্দনে দেখানো হবে। সৃজিত ব্রাত্য!
সেই ক্ষোভ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উগরে দিয়েছেন নেটমাধ্যমে। লিখেছেন, ‘একই দিনে মুক্তি পেতে চলেছে দু’টি ছবি। দু’জনেই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র এক জন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত এবং ন্যায়সম্মত ভাবে হয় দু’টি ছবিই ছাড়পত্র পাওয়ার কথা, নয়তো কেউ পাবে না। এটা কেন হল? কারণ, যদিও সব ছবিই সমান, তবু কিছু ছবি অন্যদের তুলনায় বেশিই সমান।’
প্রকৃত কারণ জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সৃজিতের সঙ্গে। পরিচালক বলেছেন, ‘‘আমি এ বিষয়ে রাজের সঙ্গেও কথা বলেছি। ও-ও বিষয়টি জানে না।’’
Two films released on the same day. Both applied for Nandan 1. But only one got through. Whereas ideally and in all fairness either both or neither should have. Why did this happen?
— Srijit Mukherji (@srijitspeaketh) June 2, 2022
Because though all films are equal, some films are more equal than others:)
এই প্রসঙ্গে 'দ্বিতীয় পুরুষ'-এর পরিচালক আরও জানিয়েছেন, তাঁর নতুন ছবি কলেজপড়ুয়াদের প্রেমের কাহিনি। ছবিটিকে সেন্সর বোর্ড 'প্রাপ্তবয়স্কদের জন্য’ ছাড়পত্র দিয়েছে। তাই স্টার থিয়েটার এ ছবি দেখাতে পারবে না। হল কর্তৃপক্ষ এ কথা এক চিঠিতে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন পরিচালককে। সৃজিতের যুক্তি, ছবিটি নন্দনে মুক্তি পেলে যাঁদের জন্য এই ছবি, তাঁরা দেখতে আসতে পারতেন। তিনি জানেন, কলেজ পড়ুয়াদের মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখার সামর্থ্য থাকে না। তাই তিনি নন্দনে ছবিটি দেখানোর আবেদন জানিয়েছিলেন।
একসঙ্গে আবেদন করার পরেও কেন রাজ ছাড়পত্র পেলেন, সৃজিত পেলেন না? এই প্রশ্ন ছিল ব্যারাকপুরের বিধায়ক-পরিচালকের কাছেও। রাজের দাবি, তিনি সত্যিই বিষয়টি জানেন না। নন্দনে কার ছবি বা কোন ছবি ছাড়পত্র পাবে, সেটা তাঁর জানার কথাও নয়। ফলে, এ বিষয়ে তাঁর কিচ্ছু বলার নেই।
নন্দন কি তা হলে দুই পরিচালকের মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়াল? সৃজিতের সাফ জবাব, ‘‘রাজের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। এই ঘটনার পরেও থাকবে না। শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায় আমার প্রিয় জন। ওঁরা রাজের 'হাবজি গাবজি'-তে অভিনয় করেছেন। দু’জনকেই আন্তরিক শুভেচ্ছা জানাই।’’