Srijato

Srijato: দুটো প্রতিষেধক নিয়েও ফের কোভিড! সামান্য উপসর্গ নিয়ে বাড়িতেই নিভৃতবাসে শ্রীজাত

ভাইরাসকে রুখতে শ্রীজাত-র অনুরোধ, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, কোভিড পরীক্ষা করিয়ে নিন।’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৯:০৩
ফের কোভিড আক্রান্ত শ্রীজাত।

ফের কোভিড আক্রান্ত শ্রীজাত।

ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হলেন কবি শ্রীজাতও। মঙ্গলবার বিকেলে ফেসবুকে কবি নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, সামান্য উপসর্গ নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। কোভিডের দুটো প্রতিষেধকই নিয়েছিলেন তিনি।

ইতিমধ্যেই অতিমারিতে কাবু সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, চিত্রাঙ্গদা, শতরূপা সান্যাল, সুশান্ত বসু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা। শ্রীজাত তাঁদের মধ্যে নবতম সংযোজন। বলিউডের মতোই আক্রান্তের সংখ্যা বাড়ছে টলিউডেও। সাধারণের পাশাপাশি অজান্তে সংক্রমণ ছড়াচ্ছে বিশিষ্টদের শরীরেও। ভাইরাসকে রুখতে তাই শ্রীজাত-র অনুরোধ, ‘যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে। সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।’

Advertisement

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর বড়দিনের ঘরোয়া উদযাপনের পরেই করোনায় আক্রান্ত হন অভিনেত্রী চিত্রাঙ্গদা এবং তাঁর পরিচালক মা শতরূপা সান্যাল। মঙ্গলবার শতরূপা জানিয়েছেন, ‘হিসেব মতো আজ আমার কোভিড আক্রান্ত হওয়ার অষ্টম দিন। আজ সকালে মনে হল, বেশ ভাল আছি। শুধু গলায় তীব্র ব্যথা। ফেসবুকে, হোয়াটস্যাপে বহু মানুষ আমার আরোগ্য কামনা করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন আমার ও চিত্রাঙ্গদার অসুস্থতা নিয়ে। এত ভালবাসা পেয়ে আমরা অভিভূত।’

Advertisement
আরও পড়ুন