Ramcharan Teja

RRR: কোটি কোটি টাকার ক্ষতি ‘আরআরআর’-এর নির্মাতাদের, অবসাদগ্রস্ত রাম চরণ, জুনিয়র এনটিআর

৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ এবং আলিয়া ভট্টদের মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবির।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৮:৩৩
মন ভাল নেই রাম চরণ এবং জুনিয়র এনটিআরের।

মন ভাল নেই রাম চরণ এবং জুনিয়র এনটিআরের।

করোনার দাপটে ফের পিছিয়ে গেল এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর মুক্তি। বক্স অফিসের প্রতিযোগিতায় আসার আগেই কোটি কোটি টাকার ক্ষতি হল প্রযোজকদের।

৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ এবং আলিয়া ভট্টদের মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবির। পরিকল্পনা অনুযায়ী জোর কদমে চলছিল প্রচার। মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র প্রচারের জন্যই বরাদ্দ ছিল ১৮-২০ কোটি টাকা। রাম চরণ এবং জুনিয়র এনটিআরের অনুরাগীদের অন্ধ্রপ্রদেশের বাইরে বিভিন্ন প্রচারানুষ্ঠানে নিয়ে যেতে খরচ করা হয়েছে ২-৩ কোটি টাকা।

সম্প্রতি ‘বিগ বস’, ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো একাধিক অনুষ্ঠানে প্রচারের জন্য এসেছিলেন ‘আরআরআর’-এর তারকারা। ছবির অন্যতম দুই তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআর মূলত দক্ষিণী ছবিতে অভিনয় করেন। দেশের সব শহরে তাঁদের একই রকম জনপ্রিয়তা নাও থাকতে পারে বলে মনে করেন নির্মাতারা। তাই প্রচারের সময় তাঁদের অসংখ্য অনুরাগীদের নাকি নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই অনুরাগীদের কাজ বলতে দুই তারকার জন্য গলা ফাটানো এবং হাততালি দেওয়া। এই কাজের জন্য বিলাসবহুল হোটেলের যত্ন-আত্তি পেয়েছিলেন তাঁরা।

Advertisement

ছবির মুক্তি স্থগিত থাকার ফলে এত ঘনঘটা করে প্রচারও শেষমেশ বৃথা। সূত্রের খবর, পরিচালক-প্রযোজকদের মতোই হতাশ রাম চরণ এবং জুনিয়র এনটিআর। আপাতত কারও সঙ্গে দেখা পর্যন্ত করছেন না দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা। তাঁদের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “সারা দেশ জুড়ে জনপ্রিয়তা পেতে চলেছিল ওরা। ওদের হতাশ বললেও কম বলা হবে। ওরা অবসাদগ্রস্ত হয়ে পড়েছে।"

আরও পড়ুন
Advertisement