Srabanti Chatterjee

Srabanti-Abhirup: অতীতেও এক মহিলার সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ, প্রকাশ্যে সেই ছবি

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখলে মনে হতে পারে প্রেমিককে ছেড়েই মলদ্বীপে গিয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৭:৫৯
০১ ১০
শহুরে কোলাহল থেকে দূরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নীল জলের দেশে উড়ে গিয়েছেন তিনি। আপাতত তাঁর ঠিকানা মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট।

শহুরে কোলাহল থেকে দূরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নীল জলের দেশে উড়ে গিয়েছেন তিনি। আপাতত তাঁর ঠিকানা মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট।

০২ ১০
 এই সফরে শ্রাবন্তীর সঙ্গী হয়েছেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তাঁর প্রেমিকা দামিনী ঘোষ।

এই সফরে শ্রাবন্তীর সঙ্গী হয়েছেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তাঁর প্রেমিকা দামিনী ঘোষ।

০৩ ১০
কিন্তু শুধুই কি ছেলে এবং প্রেমিকার সঙ্গে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী? প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী কি তাঁর সঙ্গে নেই?

কিন্তু শুধুই কি ছেলে এবং প্রেমিকার সঙ্গে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী? প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী কি তাঁর সঙ্গে নেই?

Advertisement
০৪ ১০
শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হতে পারে প্রেমিককে ছেড়েই ঘুরতে গিয়েছেন তিনি। কিন্তু টলিপাড়ার গুঞ্জন, অভিরূপের সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হতে পারে প্রেমিককে ছেড়েই ঘুরতে গিয়েছেন তিনি। কিন্তু টলিপাড়ার গুঞ্জন, অভিরূপের সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী।

০৫ ১০
অভিরূপ যদিও এই প্রথম মলদ্বীপ ভ্রমণ করছেন না । অতীতেও এক মহিলার সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি।

অভিরূপ যদিও এই প্রথম মলদ্বীপ ভ্রমণ করছেন না । অতীতেও এক মহিলার সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি।

Advertisement
০৬ ১০
 অভিরূপের ইনস্টাগ্রাম প্রোফাইল তেমনই বলছে। শেরাটন মলদ্বীপ ফুল মুন রিসর্ট অ্যান্ড স্পা-তে ছিলেন অভিরূপ এবং সেই মহিলা। কিন্তু সেই মহিলার সঙ্গে শ্রাবন্তীর প্রেমিকের  সম্পর্ক কী, তা যদিও জানা যায়নি।

অভিরূপের ইনস্টাগ্রাম প্রোফাইল তেমনই বলছে। শেরাটন মলদ্বীপ ফুল মুন রিসর্ট অ্যান্ড স্পা-তে ছিলেন অভিরূপ এবং সেই মহিলা। কিন্তু সেই মহিলার সঙ্গে শ্রাবন্তীর প্রেমিকের সম্পর্ক কী, তা যদিও জানা যায়নি।

০৭ ১০
২০১৯ সালে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। কখনও রিসর্টের বাইরে দোলনায়, কখনও আবার আরামকেদারায়  সেই মহিলাকে লেন্সবন্দি করেছিলেন অভিরূপ।

২০১৯ সালে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। কখনও রিসর্টের বাইরে দোলনায়, কখনও আবার আরামকেদারায় সেই মহিলাকে লেন্সবন্দি করেছিলেন অভিরূপ।

Advertisement
০৮ ১০
তবে শ্রাবন্তীর সঙ্গে একান্তে তাঁর কোনও ছবি প্রকাশ্যে  আসেনি।

তবে শ্রাবন্তীর সঙ্গে একান্তে তাঁর কোনও ছবি প্রকাশ্যে আসেনি।

০৯ ১০
অভিরূপের পরিবারের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভাল। প্রেমিকের জন্মদিন তাঁর পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেন তিনি।

অভিরূপের পরিবারের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভাল। প্রেমিকের জন্মদিন তাঁর পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেন তিনি।

১০ ১০
সম্পর্কের কথা যদিও এখনও স্বীকার করেননি শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, কাজ এবং পরিবারকে নিয়েই এই মুহূর্তে সময় কাটাতে চান।

সম্পর্কের কথা যদিও এখনও স্বীকার করেননি শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, কাজ এবং পরিবারকে নিয়েই এই মুহূর্তে সময় কাটাতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি