Srabanti Chatterjee

Srabanti Chatterjee: নতুন প্রেমিক অভিরূপের জন্মদিনে কী করলেন শ্রাবন্তী? জানল শুধু আনন্দবাজার অনলাইন

শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে তাঁর জন্মদিন উদযাপন করলেন নায়িকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৩:১২
প্রেমিকের জন্মদিন পালন করছেন শ্রাবন্তী।

প্রেমিকের জন্মদিন পালন করছেন শ্রাবন্তী।

নতুন প্রেমে মজে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানা ভাবে সাজিয়েছিলেন অভিনেত্রী।শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা। জন্মদিনের সেই বিশেষ ছবি পৌঁছল একমাত্র আনন্দবাজার অনলাইনের কাছে।

ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তাঁর পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তাঁর মা। পরিবারে খুশির হাওয়া। এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া অংটির ছবি দিয়ে নেটমাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ।’ শ্রাবন্তীর ফোটোশ্যুটের ছবির নীচেও অভিরূপ লিখেছেন ‘ম্যাজিকাল।’ শ্রাবন্তী নেটমাধ্যমে তাঁর নতুন প্রেম নিয়ে কোনও পোস্ট না করলেও ধীরে ধীরে অভিরূপ তাঁর নতুন প্রেমের কথা প্রকাশ করছেন।

Advertisement
Advertisement
আরও পড়ুন