Sourav Ganguly

Sourav Ganguly: এ কোন সৌরভে মজলেন মহারাজ ?

স্ট্রিমিং শুরু হয়েছে সৌরভ পালোধির নতুন সিরিজ ‘খোলামকুচি’র। যা দেখে উচ্ছ্বসিত স্বয়ং দাদা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ২০:২৭
সৌরভের প্রশংসায় মহারাজ

সৌরভের প্রশংসায় মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়, মানে বাইশ গজে ছক্কা হাঁকানো আর দাদাগিরি। যাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। তিনি অবশ্য মোহিত অন্য সৌরভে।

সদ্য মুক্তি পেয়েছে সৌরভ পালোধির নতুন সিরিজ ‘খোলামকুচি’র প্রথম পর্ব। সেই পর্ব দেখেই প্রশংসায় পঞ্চমুখ খোদ মহারাজ।

Advertisement

এই নেটফ্লিক্স, আমাজন প্রাইমের যুগে আপাতত মহারাজ মজেছেন ‘উড়িবাবা’ প্ল্যাটফর্মের নতুন সিরিজে। এ প্রসঙ্গে মহারাজ বলেন, “সৌরভকে অনেক ছোট থেকে চিনি। দাদাগিরির প্রথম সিজনে আলাপ। সেখান থেকে কতগুলো বছর কেটে গেল। খুব ক্রিয়েটিভ মানুষ সৌরভ। নতুন ছেলেমেয়েদের নিয়ে ওঁর প্রচেষ্টা। আমার অনেক শুভেচ্ছা সৌরভের জন্য।”

নতুন প্রজন্মের গল্প। মফস্বলের মেয়ের গল্প। যে চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য। আর তাঁর বিপরীতে অনিন্দ্য সেনগুপ্ত। প্রথম পর্ব নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সঙ্গে মহারাজের শুভেচ্ছায় উচ্ছ্বসিত পরিচালক।

আনন্দবাজার অনলাইনকে সৌরভ বলেন,“আমার ফ্যান বয় মুহূর্ত। দাদাকে অনেক ছোট থেকে চিনি। আমাকে প্রতি মুহূর্তে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খোলামকুচির জন্য দাদার এই বার্তা আমার জন্য খুবই স্পেশ্যাল।” ২২ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হয়েছে ‘খোলামকুচি’র।

Advertisement
আরও পড়ুন