সোনু নিগম। ছবি: সংগৃহীত।
সোনু নিগম স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সমাজমাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামতও দিতে দেখা যায় গায়ককে। শীতের মরসুমে দেশের বিভিন্ন প্রান্তে সঙ্গীতশিল্পীরা কনসার্ট করেন। এ বার এই কনসার্ট প্রসঙ্গেই দেশের নেতা-মন্ত্রীদের এক হাত নিলেন সোনু। দিলেন বিশেষ বার্তা।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি রাজনীতিকদের কোনও রকম কানসার্টে উপস্থিত থাকার জন্য নিষেধ করেছেন। দিয়েছেন বিশেষ শর্তও। ভিডিয়োর ক্যাপশনে সোনু লেখেন, ‘‘দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনিত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।’’
সম্প্রতি রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন সোনু। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছাড়াও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গেই তিনি ভিডিয়োয় মনের কথা জানিয়েছেন। ওই ভিডিয়োয় সোনু বলেন, ‘‘অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা-মন্ত্রীরা বেরিয়ে গেলেন! দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা যদি শিল্পীদের সম্মান না করেন, তা হলে বাকিরা কী করবেন?’’
রাজনীতিকদের উদ্দেশে সোনুর পরামর্শ, যদি বেরিয়ে যেতেই হয়, তা হলে তাঁরা যেন এর পর থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেরিয়ে যান। অন্যথায় কনসার্টে উপস্থিত থাকার কোনও প্রযোজন নেই। সোনুর কথায়, ‘‘শিল্পীর নিবেদনের মাঝে বেরিয়ে যাওয়ার অর্থ শিল্পীর পাশাপাশি সরস্বতীকে অসম্মান করা।’’