Sonam Kapoor

ঠাকুমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোনম, পোস্ট করলেন ছেলের সঙ্গে বিশেষ ছবি

গত মঙ্গলবার সোনমের ঠাকুমা নির্মল কপূরের জন্মদিন উপলক্ষে অভিনেত্রী ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবি পোস্ট করেছেন অনিল কপূরও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১১:১৮
কপূর পরিবারে নতুন অতিথি।

কপূর পরিবারে নতুন অতিথি। —ফাইল চিত্র

সম্প্রতি মা হয়েছেন সোনম কপূর আহুজা। ২০ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের এক মাস পূরণও হয়ে গিয়েছে সোনম-পুত্রের। কিছু দিন আগেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ছেলের নাম জানান অভিনেত্রী। গত মঙ্গলবার সোনমের ঠাকুমা নির্মল কপূরের জন্মদিন ছিল। সেই উপলক্ষে অভিনেত্রী ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

একটি ছবিতে দেখা যাচ্ছে, ঠাকুমার কোলে বসে রয়েছেন অভিনেত্রী। নিজের ছোটবেলার একটি সাদা-কালো ছবির মধ্যে ফুটে উঠেছে ঠাকুমা-নাতনির সম্পর্কের মিষ্টতা। তার পরের ছবিতে দেখা যাচ্ছে, নির্মলের কোলে রয়েছে সোনম-পুত্র বায়ু। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ঠাকুমা। আমি তোমায় ভালবাসি।’

সোনমের বাবা অনিলকেও দেখা গিয়েছে তাঁর মায়ের জন্মদিনে সপরিবারে ছবি পোস্ট করতে। সেই ছবিতে সোনমের কোলে দেখা গিয়েছে ছোট্ট বায়ুকেও।সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ছবিগুলি তোলা হয়েছিল সোনম-পুত্রের নামকরণ অনুষ্ঠানে। কপূর পরিবারের সঙ্গে নতুন অতিথিকে দেখে অনুরাগীরাও খুব আনন্দিত। বলিউডের বহু তারকাও বায়ুকে ভালবাসা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন