Saif Ali Khan

দেখতে দেখতে ১০ বছর পার, সইফ-করিনার বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ ছবি পোস্ট সোহার

সইফ-করিনার বিয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে দম্পতির পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন সোহা আলি খান। সাবাও তাঁদের পুরনো ছবি পোস্ট করেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১০:৩৭
টিনসেল নগরীর ‘পাওয়ার কাপল’ সইফ-করিনা।

টিনসেল নগরীর ‘পাওয়ার কাপল’ সইফ-করিনা। —ফাইল চিত্র

২০১২ সালের ১৬ অক্টোবর। পটৌডি প্যালেসে বেজে উঠেছিল বিয়ের সানাই। বলিউডের ‘বেবো’র বিয়ে, তাও আবার সইফ আলি খানের সঙ্গে। সারা বলিপাড়া এই নতুন জুটি নিয়ে মাতোয়ারা ছিলেন। আজ দুই পুত্রসন্তানের বাবা-মা হয়েও টিনসেল নগরীর ‘পাওয়ার কাপল’ হিসাবে অধিক পরিচিত সইফ-করিনা।

দেখতে দেখতে তাঁদের বিয়ের ১০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে সইফ-করিনাকে শুভেচ্ছা জানাতে বিশেষ ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন সোহা আলি খান।

Advertisement
পরিবারের সঙ্গে নতুন দম্পতি।

পরিবারের সঙ্গে নতুন দম্পতি। ছবি: সংগৃহীত

দু’জনের বিয়ের সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোহা। এই ছবিতে নতুন দম্পতিকে ঘিরে রয়েছেন শর্মিলা ঠাকুর, সোহা এবং সাবা। এ ছাড়াও এই ফ্রেমে সারা আলি খান এবং ইব্রাহিম ছিলেন।

বিয়ের পোশাকে সইফ-করিনা।

বিয়ের পোশাকে সইফ-করিনা। ছবি: সংগৃহীত

সইফ-করিনার বিয়ের পুরনো ছবি দিয়ে শুভেচ্ছা জানান সাবাও। বিয়ের পোশাকে সইফ এবং করিনা একে অপরের দিকে তাকিয়ে। এই ছবি দেখে অনুরাগীরাও মুগ্ধ।

Advertisement
আরও পড়ুন