Sofia Ansari

চেরি রঙের বিকিনির উপর সাদা সায়া! সমুদ্রের উষ্ণতা বাড়ালেন ‘নতুন উরফি’

অভিনয় না করেই তাঁর জনপ্রিয়তা বিপুল। শরীরী আবেদনে বরাবর অনুরাগীদের হৃদয় উথালপাথাল করে চলেন সোফিয়া। তাঁর জীবনে কোনও পুরুষ আছে কি না তা নিয়েও কৌতূহলের শেষ নেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:৪৮
Sofia Ansari is viral again in her cherry coloured bikini

বিশদে লিখে কোনও পোস্ট করা সোফিয়া ধাতে নেই। যেন আগুন জ্বালিয়ে দিয়েই খালাস। ছবি—ইনস্টাগ্রাম

ইদানীং চেরি রঙে মজেছেন সোফিয়া আনসারি। রাতপোশাক, বিকিনি কিংবা শাড়ি— সবেতেই পর পর এই রং দেখা যাচ্ছে ‘নতুন উরফি’র অঙ্গে। সম্প্রতি ঘরের মধ্যে খোলামেলা রাতপোশাকে নেচে উষ্ণ শরীরী বিভঙ্গের ভিডিয়ো পোস্ট করেছিলেন সোফিয়া। তার পরই আঁচ বাড়ান চেরি রঙের বিকিনিতে। নিম্নাঙ্গে ফিতে বাঁধা বিকিনির উপর পরে নিয়েছিলেন সাদা সায়া। এর পর পরলেন শাড়ি। সেটিও চেরি রঙেরই। গোয়ায় সমুদ্রের ঢেউ ধুয়ে দিয়ে গেল তাঁকে। সোফিয়া তাঁর চেরি রঙের শাড়ি ভিজিয়ে জলকেলিতে ব্যস্ত। সমুদ্রপারে তেমনই এক ভিডিয়োতে এ বার আগুন জ্বাললেন তারকা।

অভিনয় করেন না পর্দায়, তবে সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তা বিপুল। শরীরী আবেদনে বরাবর অনুরাগীদের হৃদয় উথালপাথাল করে চলেন সোফিয়া। সঙ্গে দেখা যায় না কোনও পুরুষকে। একক সফরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিয়ো আপলোড করেন তিনি। বোঝা যায়, ঘুরতে ভালবাসেন। তবে অনুরাগীরা প্রায়ই প্রশ্ন করেন, “প্রেমিক নেই আপনার? কার জন্য এত কিছু?” জবাব দেন না সোফিয়া। বিশদে লিখে কোনও পোস্ট করা তাঁর ধাতে নেই। যেন আগুন জ্বালিয়ে দিয়েই খালাস। অনুরাগীদের অপেক্ষা জমে তাঁর পরবর্তী ভিডিয়োর জন্য।

Advertisement

বয়স ১৮ হতে না হতেই ভাগ্যান্বেষণে তৎপর হয়েছিলেন গুজরাতের কন্যা সোফিয়া। ১০ বছরের বেশি পশ্চিমবঙ্গে ছিলেন বলেও জানা যায়। ইউটিউব ভিডিয়ো এবং রিলের মতো কনটেন্ট বানিয়েই শেষমেশ তাঁর ভাগ্য ফেরে। ২০১৩ সালে নিজের নামেই ইউটিউব চ্যানেল খুলেছিলেন সোফিয়া। ২০১৭ সালে ‘ইক কুড়ি’ গানের ভিডিয়োতে ভাইরাল হয়েছিলেন তিনি। গানটি গেয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

এর পর ২০২০ সালে ‘এম এক্স টকাটক’ শোয়ে আবার একটি গানের দৃশ্যে বিপুল জনপ্রিয় হয়েছিলেন সোফিয়া। তাঁর অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে এর পরই। সমাজমাধ্যমে এক দৌড়ে তিনি তারকা হয়ে যান। বর্তমানে তাঁর খোলামেলা পোশাকের ধরন দেখে অনেকেই মডেল-তারকা উরফি জাভেদের সঙ্গে তুলনা টানতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement