Sobhita Dhulipala-Naga Chaitanya

মা হতে চান শোভিতা, জীবনের লক্ষ্য নিয়ে কী বললেন নাগার বাগ্‌দত্তা?

বরাবর শোভিতা মা হতে চেয়েছেন। তাঁর জীবনের স্বপ্ন এটি। তিনি স্বপ্ন দেখেন, একটি সুখী, সম্পন্ন বিবাহিত জীবনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৯
Image of Sobhita Dhulipala and Naga Chaitanya

নতুন জীবন শুরু করতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরেই সম্পর্কে ছিলেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। কিন্তু, কখনই তা প্রকাশ করেননি। এমনকি প্রথম স্ত্রী, সামান্থা রুথের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার আগেই শোভিতার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে কার্যত স্বীকার করে নিয়েছেন নাগা। গত ৮ অগস্ট, হায়দরাবাদে নাগা-শোভিতার বাগ্‌দান সম্পন্ন হয়। তার পর থেকেই জল্পনা চলছে, কবে বিয়ে করছেন যুগল!

Advertisement

এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বললেন শোভিতা। স্পষ্টই জানালেন, বরাবর তিনি মা হতে চেয়েছেন। তাঁর জীবনে স্বপ্ন এটি। তিনি স্বপ্ন দেখেন, একটি সুখী, সম্পন্ন বিবাহিত জীবনের। শোভিতা বলেন, “আমি সব সময়ই পূর্ণ মাতৃত্বের আস্বাদ পেতে চেয়েছি। এ বিষয়ে আমার কোনও সংশয় ছিল না কখনও। আমি চেয়েছিলাম একটি বিবাহিত জীবন। নিজেকে সব সময় ওই সুখী সংসারের মধ্যেই দেখতে চেয়েছি। এটা আমার একটা স্বপ্ন বলা যায়।”

অগস্ট মাসে খুব সাদামাঠা ভাবে বাগ্‌দান সেরেছেন শোভিতা এবং নাগা। এ বিষয়ে অভিনেত্রী জানান, তাঁরা এমনই ছিমছাম অনুষ্ঠান চেয়েছিলেন, জাঁকজমক নয়। তাঁর দাবি, ওই বিশেষ দিনটি তিনি ঠিক যেমন চেয়েছিলেন তেমন করেই উদ্‌যাপন করেছেন।

৮ অগস্ট হায়দরাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের নিয়েই বাগ্‌দানের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। এমনকি সেই সংক্রান্ত ছবিও প্রকাশ্যে আনেন নাগার বাবা নাগার্জুন আক্কিনেনি। তিনিই সমাজমাধ্যমে ছেলের বাগ্‌দানের খবর জানান। বাগ্‌দানের মতো বিয়ের অনুষ্ঠানও ব্যক্তিগত রাখবেন শোভিতা-নাগা, মনে করা হচ্ছে এমনই। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তাঁরা রাজস্থানে বিয়ের অনুষ্ঠান করতে পারেন। তবে কবে বিয়ে হবে, কোথায় বসবে বিবাহবাসর—কিছুই জানাননি তারকা যুগল।

Advertisement
আরও পড়ুন