সলমন, কঙ্গনা বা অমিতাভ বচ্চন, কোন কোন পরামর্শ নিয়েছেন জ্যোতিষীদের থেকে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রুপোলি দুনিয়ায় আলোর নেপথ্যে থাকে নানা ধরনের ঘটনা। বাইরে থেকে তারকাদের জীবন আলোকিত মনে হলেও, আসলে তাঁদের জীবনেও মাঝেমধ্যে নেমে আসে অন্ধকার। তখন তাঁরাও জ্যোতিষের সাহায্য নেন। জীবনের কঠিন সময় থেকে মুক্তি পেতে কখনও তাঁরা নানা রকমের রত্ন ধারণ করেন, কখনও আবার পুজোপাঠের মাধ্যমে বিপদের প্রতিকার করতে চান। দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন তারকা জ্যোতিষ নিয়ে কী ধারণা পোষণ করেন—
১) বরাবরই জ্যোতিষে বিশ্বাসী সলমন খান। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষবিদের সঙ্গে আলোচনা করেন তিনি। যেমন কোন দিনে ছবি মুক্তি পেলে তা ভাল চলবে ইত্যাদি পরামর্শ নিয়ে থাকেন তিনি। সলমনের পরিবারের সদস্যেরাও জ্যোতিষে বিশ্বাসী।
২) জ্যোতিষ নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে অমিতাভ বচ্চনেরও। প্রায়ই জ্যোতিষীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন। বিগ বিও ছবিমুক্তির আগে জ্যোতিষীর নির্দেশ মানেন। বর্ষীয়ান তারকা বিশ্বাস করেন, ব্রহ্মাণ্ডের গ্রহ-নক্ষত্রের নানা প্রভাব থাকে মানুষের জীবনের উপর।
৩) জ্যোতিষের সঙ্গে নাকি নানা রকমের কুসংস্কারেও বিশ্বাস করেন একতা কপূর। জীবন সংক্রান্ত নানা ধরনের পরামর্শ নিয়ে থাকেন জ্যোতিষবিদদের থেকে। তাঁদের নির্দেশ ছাড়া নিজের কোনও কাজ শুরু করেন না একতা। একটা সময় ঠিক এই কারণেই একতার সমস্ত ধারাবাহিকের নামের প্রথম অক্ষর থাকত ‘ক’। একতা বিশ্বাস করতেন, এই অক্ষর তাঁর জন্য শুভ।
৪) সাহসী ব্যক্তিত্ব কঙ্গনা রনৌতের। কিন্তু তিনিও জ্যোতিষে বিশ্বাস করেন। তিনিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। এমনকি নিজের সাফল্যের অর্ধেক কৃতিত্ব জ্যোতিষীদের দিয়ে থাকেন অভিনেত্রী।
৫) শরীরচর্চা নিয়ে খুবই সচেতন শিল্পা শেট্টি। তবে তার পাশাপাশি জ্যোতিষেও আগ্রহ রাখেন তিনি। জীবনে সমতা বজায় রাখার নেপথ্যে জ্যোতিষীদের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন অভিনেত্রী। জ্যোতিষীর পরামর্শেই জীবনে শান্তি ও সমতা খুঁজে পেয়েছেন বলে মনে করেন শিল্পা।
৬) নিজের বিষয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না রণবীর কপূর। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিশদে পড়াশোনা করতে ভালবাসেন তিনি। জ্যোতিষ নিয়েও আগ্রহ রয়েছে তাঁর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নেন তিনি। জ্যোতিষ নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না অভিনেতা। কিন্তু মনে মনে তিনি নাকি জ্যোতিষে বিশ্বাসী।