Shovan Ganguly

নতুন বছরে নতুন রূপে শোভন-নিকিতা-দুর্নিবার-অন্বেষার গলায় ‘আমরা করব জয়’

পুরনোকে অস্বীকার করে নয়, বাংলা নববর্ষে তাকেই নতুন রূপে উপহার দিতে চলেছে এই প্রজন্মের ৪ শিল্পী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ২১:৩১
আবারও নবজন্ম হবে ‘আমরা করব জয়’ গানের।

আবারও নবজন্ম হবে ‘আমরা করব জয়’ গানের।

পুরনোকে অস্বীকার করে নয়, বাংলা নববর্ষে তাকেই নতুন রূপে উপহার দিতে চলেছে এই প্রজন্মের ৪ শিল্পী। আগামী ১০ এপ্রিল আবারও নবজন্ম হবে ‘আমরা করব জয়’ গানের। সৌজন্যে শোভন গঙ্গোপাধ্যায়, দুর্নিবার সাহা, অন্বেষা দত্ত, নিকিতা গাঁধী। পিট সিগারের গাওয়া বহুশ্রুত ‘উই শ্যাল ওভারকাম’ যদিও চিরনবীন। হঠাৎ তাকেই কেন নতুন করে করছেন শোভন ‘নতুন আকাশ’ নাম দিয়ে?

আনন্দবাজার ডিজিটালকে শোভনের জবাব, ‘‘এখনও পর্যন্ত এই গান মানুষের রক্তে দোলা লাগায়। উদ্দীপনা জাগায়। নতুন বছর সব সময় নতুন জীবনের কথা বলে। তাই এই গানকে আরও একবার নতুন রূপে উপহার দিতে চলেছি।’’
নতুন রূপ দেওয়ার পাশাপাশি গানের নতুন কম্পোজিশনও শোভনের। শিল্পীর কথায়, গাইতে গিয়ে ৪ বন্ধুই আবিষ্কার করেছেন, ‘আমরা করব জয়’ আগের মতোই সমসাময়িক। এখনও মানুষকে জীবনযুদ্ধে জেতার অনুপ্রেরণা জোগায়।

Advertisement
Advertisement
আরও পড়ুন