Nachiketa

অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান করেননি নচিকেতা! অভিযোগের জবাব দিলেন শিল্পী

রবিবার বরাহনগরে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি। কারণ কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৮:৫৬
Singer Nachiketa Chakraborty

শিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা কি সত্য? ছবি: সিদ্ধার্থ চক্রবর্তী।

সঙ্গীত জগতে কখনও শিল্পী, কখনও আবার আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সম্প্রতি অভিনেত্রী রুকমা রায় একটি অনুষ্ঠান করতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ বারে সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে উঠল অভিযোগ। শিল্পী নাকি নির্দিষ্ট দিনে শো করবেন বলেও শো করেননি! প্রকৃত সত্য কী? শিল্পীর থেকেই জানার চেষ্টা করল আনন্দবাজার অনলাইন।

রবিবার সন্ধ্যায় বরাহনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠান করার কথা ছিল নচিকেতার। কিন্তু অনুষ্ঠানের আগে আয়োজকদের তরফে নচিকেতার পারিশ্রমিক মেটানো হয়নি। ফলে আর অনুষ্ঠান করতে যাননি শিল্পী। আনন্দবাজার অনলাইনকে শিল্পী বললেন, ‘‘বার বার বলা সত্ত্বেও ওঁরা সময় মতো পারিশ্রমিক দেননি। তাই শেষে আর কোনও পথ না দেখে আমি অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিই এবং বরাহনগর থানায় এই বিষয়ে অভিযোগ জানাই।’’ কিন্তু আয়োজকরা যে অন্য কথা বলার চেষ্টা করছেন। সমাজমাধ্যমে দেখা যাচ্ছে দোষ নাকি নচিকেতার। শিল্পী বললেন, ‘‘পুরোটাই অপপ্রচার! যাঁরা আমাকে চেনেন, কেউ কোনও দিন এই অভিযোগ করতে পারবেন না যে চুক্তি হওয়ার পর আমি অনুষ্ঠান করিনি।’’ এই প্রসঙ্গেই শিল্পী বললেন, ‘‘উল্টে যে শ্রোতারা অনুষ্ঠান দেখার আশা করেছিলেন, তাঁদের কথা ভেবেই আমার খারাপ লাগছে।’’

Advertisement

রবিবার রাতে ফেসবুকে নচিকেতার পেজে শিল্পীর দলের তরফে একটি পোস্ট করে এই প্রসঙ্গে যুক্তি প্রদর্শন করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘‘সাধারণত কোনও অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘণ্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে। রবিবারের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি, নচিকেতা স্বয়ং রবিবার সন্ধ্যা ৬টা অবধি অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি।’’

নচিকেতার টিমের হিসাবরক্ষক জানালেন, আয়োজকদের তরফে অগ্রিম ১০ হাজার টাকা শিল্পীকে দেওয়া হয়। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘আমাদের চুক্তিতেই সেটা লেখা আছে। কিন্তু তার পর বিভিন্ন বাহানা দেখিয়ে দেরি করতে থাকেন। আমি ওদের এটাও বলেছিলাম যে, শনিবার অন্তত ৬০ হাজার টাকা আমাদের দিয়ে দিতে। বাকি পারিশ্রমিক রবিবার অনুষ্ঠানের দিন দুপুরে দিলেও হবে। কিন্তু তার পরেও টাকা আমরা পাইনি।’’ এখানেই শেষ নয়। রবিবার সকালে নচিকেতার টিমকে আয়োজকের তরফে ফোন করে জানানো হয়, যে তিনি অসুস্থ। ফলে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। নচিকেতার দলের হিসাবরক্ষকের কথায়, ‘‘রবিবার দুপুরে ওঁরা জানান, টাকা জোগাড় করতে পারেননি বলে অনুষ্ঠান করতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে বিষয়টা জানাই।’’

নচিকেতার টিমের তরফেই জানা গেল, রবিবারের ওই অনুষ্ঠানের আয়োজকের নাম কৌশিক চক্রবর্তী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনন্দবাজার অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনও উত্তর মেলেনি।

Advertisement
আরও পড়ুন