Kirti Kulhari

Shefali Shah: কীর্তিকে একাধিকবার চুমু খেয়ে অবশেষে আমার কুমারিত্ব খোয়ালাম: শেফালি শাহ

কীর্তির সঙ্গে কাজের প্রসঙ্গে শেফালি জানান কীর্তির সঙ্গে খুব সহজে কাজ করা যায়। তাই এই দৃশ্য করতেও কোনও অসুবিধে হয়নি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১২:২৮
কৃতীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন শেফালি।

কৃতীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন শেফালি।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন থাকা সত্বেও কোনও দিন চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি। শেফালি শাহ। ইন্ডাস্ট্রির সকলেই জানতেন চুম্বন দৃশ্য থাকলে শেফালি তা করবেন না। কিন্তু এই 'না' 'হ্যা' হল ওটিটির জন্য তৈরি ছবি 'হিউম্যান'-এ। কীর্তি কুলারির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করলেন শেফালি।

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বললেন "কীর্তির সঙ্গে চুম্বনের দৃশ্য করে আমি সেলুলয়েডে আমার কুমারীত্ব খোয়ালাম। চিত্রনাট্যের জন্যই আমি এই দৃশ্যে অভিনয় করতে রাজি হলাম’’

কীর্তি কুলারি সংবাদমাধ্যমকে জানান, আমার পরিচালক মোজেজ সিংহ এই চুম্বন দৃশ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন। দশ থেকে আটবার বিভিন্ন দিক থেকে এই চুম্বন দৃশ্যের শ্যুট হয়েছে। কীর্তি কোনও রাখঢাক না করেই বলেন, ‘‘এক জন মহিলার সঙ্গে চুম্বনদৃশ্য! আমি চিন্তা করছিলাম ওকে চুমু খাওয়ার পরে আমার মধ্যে যদি আলাদা করে যৌন চাহিদা দেখা দেয়! তা হলে তো আমায় ভাবতে হবে যে আমি মেয়েদেরও আলাদা করে পছন্দ করতে শুরু করেছি। তবে এক্ষেত্রে একাধিকবার শেফালিকে চুমু খেয়েও আমার মধ্যে যৌন উত্তেজনা দেখা দেয়নি।’’

Advertisement

কীর্তির সঙ্গে কাজের প্রসঙ্গে শেফালি জানান কীর্তির সঙ্গে খুব সহজে কাজ করা যায়। তাই এই দৃশ্য করতেও কোনও অসুবিধে হয়নি। তিনি বললেন, ‘‘চুমু খাওয়া নিয়ে অস্বস্তি থাকলেও এ বার এই ছবির 'সায়রা' আর 'গৌরী' চরিত্রর প্রেম বোঝাতে দেখলাম এই দৃশ্য জরুরি। তাই সব রকম দ্বিধা কাটিয়ে অভিনয় করেছি আমরা।’’

Advertisement
আরও পড়ুন