Ranveer Singh

‘শক্তিমানের পোশাক পরলেই যে কেউ শক্তিমান হয়ে যাবে না’! রণবীরকে নিয়ে কেন বললেন মুকেশ?

“অক্ষয় কুমার ও পৃথ্বীরাজ চৌহানের মতো প্রথম সারির অভিনেতাদের ক্ষেত্রেও পোশাক বা অন্য কৌশলে কাজ হবে না”, বললেন মুকেশ খন্না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৭
Image of Ranveer Singh and Mukesh Khanna

কেন রণবীর সিংহকে ‘শক্তিমান’-এর চরিত্রে উপযুক্ত মনে করেন না মুকেশ খন্না? ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকে ‘শক্তিমান’ ধারাবাহিক চলেছিল টানা নয় বছর। সুপারহিরোর চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন মুকেশ খন্না। বেশ কয়েক দিন ধরে গুঞ্জন, ছবির আকারে আসতে চলেছে ‘শক্তিমান’। মুখ্য চরিত্রে কোন বলি অভিনেতার দেখা মিলবে, তা নিয়ে জোর জল্পনা বলিপাড়ার অন্দরে। উৎসুক অনুরাগীরাও। সম্প্রতি রণবীর সিংহের নাম প্রকাশ্যে আসে এই প্রসঙ্গে। কিন্তু মুকেশ খন্না মনে করেন, তিনি উপযুক্ত নন এই চরিত্রের জন্য। ‘শক্তিমান’ নিয়ে যে চর্চা চলছে প্রতিনিয়ত তা নিয়ে সরাসরি কথা বলতে সাংবাদিক বৈঠকের আয়োজন করেন অভিনেতা।

Advertisement

বললেন, “যত ক্ষণ পর্যন্ত আমি রয়েছি এখানে, কী ভাবে অন্য কেউ শক্তিমান হবে! শক্তিমান একজনই, আর সেটা আমি। এমন দাবি করছি না যে রণবীরের থেকে আমি ভাল অভিনেতা। কিন্তু শক্তিমানের পোশাক পরলেই যে কেউ শক্তিমান হয়ে যাবে না!”

মুকেশের অফিসে তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন রণবীর, জানালেন মুকেশ। তাঁর কথায়, “আমি কিন্তু অপেক্ষা করতে বলিনি। উনি নিজে থেকেই এসেছিলেন।” মুকেশ জানান, মজার কথাবার্তা হয়েছে রণবীরের সঙ্গে। তাঁর মতে, রণবীর একজন ব্যতিক্রমী অভিনেতা। অফুরান প্রাণশক্তি তাঁর। তবে ‘শক্তিমান’-এর চরিত্রে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি মুকেশের উপর নির্ভর করছে।

২৭ বছর ধরে শক্তিমানের পরিচয় বহন করছেন মুকেশ। তাঁর কথায়, “আমার মনে হয় এই চরিত্রে নতুন অভিনেতাকে দেখতে পাওয়ার সম্ভাবনা এসেছে। তবে এই চরিত্রের সঙ্গে আমার যে সংযোগ, একাত্মবোধ তা চিরকাল অধরাই থাকবে।” তারকা নয়, এই চরিত্রের জন্য সঠিক শারীরিক গঠন ও চেহারার অভিনেতার প্রয়োজন বলে মনে করেন মুকেশ।

আরও পড়ুন
Advertisement