মানহানির মামলা শাকিবের নামে, কত কোটির ক্ষতিপূরণ দিতে হবে অভিনেতাকে? ছবি: সংগৃহীত।
মাস কয়েক আগে শাকিব খানের নামে ধর্ষণের অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনেন সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ। এই ঘটনায় প্রায় হইচই পড়ে বাংলাদেশে। তার পর মার্চ মাসে ওই প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মামলা করেছিলেন শাকিব। হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন প্রযোজকও। তাঁর দাবি, শাকিব খান সংবাদমাধ্যমের সামনে তাঁকে নিয়ে যা যা বক্তব্য রেখেছেন, তার মধ্যে অনেকগুলিতেই তাঁর সম্মান নষ্ট হয়েছে।
১৩ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন। ৪৯৯, ৫০০, ৫০১ ধারায় মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলাটিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তা-ই নয়, শাকিব খানের করা নানা মন্তব্যের কারণে প্রযোজক রহমত উল্লাহ অপূরণীয় আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই কারণে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন। প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন শাকিবের ওই ছবির প্রযোজক।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, তাঁর মক্কেলের (শাকিব খান) বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানিস্যুট মামলা হয়েছে বলে শুনেছেন। বিষয়টিতে আইনানুগ পদক্ষেপ করা হবে।