Shahid kapoor

Shahid-Mira: রোজ রাতে মীরার সঙ্গে অশান্তি! প্রকাশ্যে শাহিদের বেডরুমের ঝগড়া

দুই ছেলেমেয়ে নিয়ে মীরা রাজপুত, শাহিদ কপূরের সুখের সংসার। কিন্তু জানেন কি, কেন রোজ রাতে ঝগড়া হয় তাঁদের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৬:৩২
রোজ রাতে কী নিয়ে ঝগড়া করেন শাহিদ-মীরা?

রোজ রাতে কী নিয়ে ঝগড়া করেন শাহিদ-মীরা?

দুই ছেলেমেয়েকে নিয়ে শাহিদ কপূর আর মীরা রাজপুতের সুখের সংসার। পাপারাৎজির দৌলতে সেই ঝলক মাঝেমাঝেই পেয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। আবার মীরা নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নেন বিভিন্ন সুন্দর মুহূর্ত। ছবিতে যতই রঙিন লাগুক না তাঁদের জীবন, নানা কারণেই অশান্তি হয় মীরা-শাহিদের মধ্যে। সেই কথাই ফাঁস করলেন স্বয়ং শাহিদ কপূর।

Advertisement

সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শো-এ অতিথি হয়ে এসেছিলেন শাহিদ কপূর। সেখানেই নিজের বেডরুমের ঝগড়া ফাঁস করলেন নায়ক। কী নিয়ে ঝগড়া হয় তাঁদের? পাখার গতি নিয়ে মাঝেমাঝেই নাকি ঝগ়ড়া হয় তাঁদের মধ্যে। শাহিদ বলেন, “প্রতি রাতে পাখা চালানো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগে।”

তবে নায়ক জানান, নানা ছোট ছোট ভুল বোঝাবুঝির মাঝেও মীরাকে পেয়ে তিনি খুশি। মীরাই তাঁকে মাটির কাছাকাছি রাখেন। তাঁর জীবনে মীরার আগমনের চেয়ে ভাল কিছু আর হতে পারে না।

Advertisement
আরও পড়ুন