Shah Rukh Khan

Shah Rukh Khan: আরিয়ানের জন্য বন্ধ রাখা শ্যুট শুরু করছেন শাহরুখ! চলছে শরীরচর্চা, কড়া ডায়েট

ছবির জন্য ইতিমধ্যেই বাড়িতে পুরোদমে শরীরচর্চা শুরু করেছেন শাহরুখ। ঝরঝরে চেহারা পেতে বিভিন্ন ধরনের ব্যায়ামের সঙ্গেই মেনে চলছেন কড়া ডায়েট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:২৫
আরিয়ানকে সামলে কাজে ফিরছেন শাহরুখ।

আরিয়ানকে সামলে কাজে ফিরছেন শাহরুখ।

ছেলে আচমকা গ্রেফতার হওয়ায় মাঝ পথে বন্ধ করে দিতে হয়েছিল ‘পাঠান’-এর শ্যুট। সব কাজ ফেলে আরিয়ানকে বাঁচাতে ছুটেছিলেন ‘বাদশা’। তার পরে দীর্ঘ লড়াই। চার দিক থেকে ধেয়ে আসা নিন্দা-কটাক্ষ, আইনি জটিলতা কাটিয়ে ছেলেকে ঘরে ফিরিয়েছেন। আপাতত মাদক বিরোধী সংস্থার দফতরে সাপ্তাহিক হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন আরিয়ান। খানিক নিশ্চিন্ত বাবা শাহরুখ। ফের শুরু করতে চলেছেন স্থগিত রাখা শ্যুটিং।

বলিউড সূত্রের খবর, ছবির জন্য ইতিমধ্যেই বাড়িতে পুরোদমে শরীরচর্চা শুরু করেছেন শাহরুখ। ঝরঝরে চেহারা পেতে বিভিন্ন ধরনের ব্যায়ামের সঙ্গেই মেনে চলছেন কড়া ডায়েট। ছবিতে অ্যাকশন দৃশ্য শ্যুটের জন্যই শুরু করেছেন আগাম প্রস্তুতি। শাহরুখের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘মন্নত’। নতুন বছরের জন্য ছবি বাছাই শুরু করেছেন কিং খান।

Advertisement

শাহরুখকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে। ২০১৮ সালে। বক্স অফিসে যদিও বিশেষ ব্যবসা করেনি সে ছবি। এর পর ‘পাঠান’-এর জন্য দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন শাহরুখ। অক্টোবরে ছবির একটি গানের শ্যুটিংয়ের জন্য বিদেশে উড়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ছেলে আরিয়ানের গ্রেফতারির পরে সব কাজ থামিয়ে দিয়েছিলেন। এ বার ফের ফ্লোরে ফিরছেন শাহরুখ।

Advertisement
আরও পড়ুন