Ankita Lokhande

Vicky-Ankita: নিজের বিয়েতে বরকে নিয়ে খেতে ব্যস্ত অঙ্কিতা, মেনুতে কী কী পদ ছিল জানেন

অঙ্কিতা-ভিকির বিয়ের আসর বসে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে। মণীশ মলহোত্রের তৈরি বহুমূল্য লহেঙ্গায় ছাদনাতলায় পৌঁছন কনে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:০৪
নতুন অধ্যায় শুরু করলেন ভিকি-অঙ্কিতা।

নতুন অধ্যায় শুরু করলেন ভিকি-অঙ্কিতা।

মঙ্গলবার প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ে সারলেন অঙ্কিতা লোখন্ডে। ঘিয়ে রঙ্গা ভারী কাজের লহেঙ্গা, গয়নায় সেজে উঠেছেন ‘পবিত্র রিশতা’র অর্চনা। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানি পরেছিলেন ভিকি।

সাত পাক ঘুরেই ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে হইহই শুরু। নাচ-গান, নিজস্বী তোলা, আড্ডা— উদ্‌যাপনে কমতি ছিল না কিছুর। কিন্তু নতুন বর, বন্ধুবান্ধব, চোখ ধাঁধানো জাঁকজমক ছেড়ে অঙ্কিতা মন দিলেন পেটপুজোয়। লাল জমকালো বেনারসি, ভারী হার, দু’হাত ভর্তি চুড়ি সামলেই বরকে পাশে নিয়ে খেতে বসে গেলেন তিনি। গানের তালে দুলতে দুলতেই নিঃসঙ্কোচে স্বাদ নিতে শুরু করলেন মনপসন্দ সব পদের। আর সেই মুহূর্তকেই লেন্সবন্দি করেছেন অভিনেত্রীর এক বন্ধু। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন কনেকে ছাপিয়ে চর্চায় উঠে এসেছে তাঁর খাদ্যপ্রীতি।

Advertisement

খাবারের তালিকায় ছিল গট্টে কি সব্জি, পনির খুরচন, জাকুতি পনির, দই বড়া, ভেজটেবল নুডলস-এর মতো একাধিক পদ।

বিয়ের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা।

Advertisement
আরও পড়ুন