Pathaan Box Office

এক দিনেই ১০০ কোটি পার! বিদেশেও অপ্রতিরোধ্য ‘পাঠান’!

‘বাদশা’র প্রত্যাবর্তন! শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও। প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি পেরোলেন শাহরুখ ‘পাঠান’ খান।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৭:০৮
দেশ ও বিদেশ মিলিয়ে এক দিনেই ১০০ কোটি পার করল ‘পাঠান’।

দেশ ও বিদেশ মিলিয়ে এক দিনেই ১০০ কোটি পার করল ‘পাঠান’। ছবি: সংগৃহীত।

অপ্রতিরোধ্য ‘পাঠান’! শুধু দেশেই নয়, গোটা বিশ্বে। দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে ফিরেছেন বড় পর্দায় ফিরেছেন তিনি। ফিরেই হাঁকিয়েছেন ছক্কা। দেশের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। এ বার বিদেশেও ‘পাঠান ঝড়’। দেশ-বিদেশ মিলিয়ে এক দিনেই ১০০ কোটির ব্যবসা করল শাহরুখ খানের ‘কামব্যাক’ ছবি।

Advertisement

আগেই জানা গিয়েছিল, ১০০টিরও বেশি দেশে মুক্তি পেতে পারে যশরাজ প্রযোজিত ছবি ‘পাঠান’। বিদেশের মাটিতে কমবেশি ২৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবি, জানিয়েছিল প্রযোজনা সংস্থা। এ বার ছবি মুক্তির প্রথম দিনে ব্যবসার খতিয়ান দিল ‘ওয়াইআরএফ’। দেশ ও বিদেশ মিলিয়ে প্রথম দিনে ১০০-১১০ কোটির ব্যবসা করেছে শাহরুখের ‘পাঠান’।

দেশে ইতিমধ্যেই প্রথম দিনে প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ইতিহাস তৈরি করেছে ‘পাঠান’। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। শোনা যাচ্ছে আমেরিকা ও মধ্য প্রাচ্য মিলিয়ে প্রায় ৫৭ কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ অভিনীত ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১০ কোটির ব্যবসা এক দিনেই এনে দিয়েছেন শাহরুখ ‘পাঠান’ খান।

‘পাঠান’-এর ব্যবসার প্রায় অর্ধেক এসেছে পিভিআর, আইনক্স, সিনেপোলিস থেকে। যার পরিমাণ ২৭ কোটির কাছাকাছি। নিজেরই ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রথম দিনের ব্যবসা ছাপিয়ে গিয়েছেন শাহরুখ। ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির পরে বৃহস্পতিবার সবে দ্বিতীয় দিন। তাতেই ব্যবসার নিরিখে ‘ব্লকবাস্টার’ বাদশার ছবি। দিন এখনও বাকি।

Advertisement
আরও পড়ুন