দেশ ও বিদেশ মিলিয়ে এক দিনেই ১০০ কোটি পার করল ‘পাঠান’। ছবি: সংগৃহীত।
অপ্রতিরোধ্য ‘পাঠান’! শুধু দেশেই নয়, গোটা বিশ্বে। দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে ফিরেছেন বড় পর্দায় ফিরেছেন তিনি। ফিরেই হাঁকিয়েছেন ছক্কা। দেশের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। এ বার বিদেশেও ‘পাঠান ঝড়’। দেশ-বিদেশ মিলিয়ে এক দিনেই ১০০ কোটির ব্যবসা করল শাহরুখ খানের ‘কামব্যাক’ ছবি।
Day 2: 26 January. #RepublicDay holiday... Await Day 2 biz of #Pathaan… ₹ 100 cr+ in *2 days* [25 and 26 Jan] is DEFINITELY on the cards… Picture abhi baaki hain. pic.twitter.com/GBqPiV6iBl
— taran adarsh (@taran_adarsh) January 26, 2023
আগেই জানা গিয়েছিল, ১০০টিরও বেশি দেশে মুক্তি পেতে পারে যশরাজ প্রযোজিত ছবি ‘পাঠান’। বিদেশের মাটিতে কমবেশি ২৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবি, জানিয়েছিল প্রযোজনা সংস্থা। এ বার ছবি মুক্তির প্রথম দিনে ব্যবসার খতিয়ান দিল ‘ওয়াইআরএফ’। দেশ ও বিদেশ মিলিয়ে প্রথম দিনে ১০০-১১০ কোটির ব্যবসা করেছে শাহরুখের ‘পাঠান’।
দেশে ইতিমধ্যেই প্রথম দিনে প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ইতিহাস তৈরি করেছে ‘পাঠান’। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। শোনা যাচ্ছে আমেরিকা ও মধ্য প্রাচ্য মিলিয়ে প্রায় ৫৭ কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ অভিনীত ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১০ কোটির ব্যবসা এক দিনেই এনে দিয়েছেন শাহরুখ ‘পাঠান’ খান।
‘পাঠান’-এর ব্যবসার প্রায় অর্ধেক এসেছে পিভিআর, আইনক্স, সিনেপোলিস থেকে। যার পরিমাণ ২৭ কোটির কাছাকাছি। নিজেরই ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রথম দিনের ব্যবসা ছাপিয়ে গিয়েছেন শাহরুখ। ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির পরে বৃহস্পতিবার সবে দ্বিতীয় দিন। তাতেই ব্যবসার নিরিখে ‘ব্লকবাস্টার’ বাদশার ছবি। দিন এখনও বাকি।